শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
11.7 C
Toronto

Latest Posts

আদিবাসী আবাসনে তহবিল স্বল্পতায় হতাশা বাড়ছে

- Advertisement -
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার রিকসিলিয়েশনকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে। আদিবাসী আবাসনকে গুরুত্ব দিয়ে উল্লেখ করার সময় এই ভাষাই ব্যবহার করে থাকে সরকার। এনডিপির সঙ্গে যখন লিবারেলদের কনফিডেন্স অ্যান্ড সাপ্লাই চুক্তি স্বাক্ষরিত হয় তখন এ নিয়ে আশার সঞ্চার হয়েছিল

পড়ালেখা শেষ করে সগিন ফার্স্ট নেশনের নিজ কমিউিনিটিতে ফিরে আসবেন বলে আশা ছিল স্টেফানি গিয়েসব্রেখটের। কিন্তু নয় বছর অপেক্ষমাণ তালিকায় থাকার পর এই সিঙ্গেল মাদার বলছেন, অন্টারিওর ওয়েন সাউন্ডের কাছে লেক হুরনের কমিউনিটিতে তিনি কবে ফিরতে পারবেন সে সম্পর্কে কোনো ধারণাই নেই তার।

তিনি বলেন, আমি নিজে অপেক্ষামাণ তালিকায় আছি। আমার মা আছেন অপেক্ষমাণ তালিকায়। আমার বোনও অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। আমাদের কেউই হালনাগাদ কোনো তথ্য জানি না। সন্তানদের তাদের সংস্কৃতির মধ্যে রাখতে তিনি নিজ কমিউনিটিতে থাকতে চান। ৬০ এর দশকে শৈশবে তার মায়ের পক্ষে যেটা সম্ভব হয়নি। ওই সময় আদিবাসী শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে চাইল্ড ওয়েলফেয়ার অথরিটির ফস্টার হোমে রাখা হতো।

- Advertisement -

গিয়েসব্রেখট বলেন, এজন্য তিনি কমিউনিট্ িনেতৃত্বকে দোষ দিচ্ছেন না। এজন্য দায়ী অফিসের কর্মকর্তারা।

তবে ধারাবাহিক তহবিল স্বল্পতার জন্য ফেডারেল সরকারকেও দায়ী করছেন তিনি। এটা প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করছে, যা ফার্স্ট নেশনগুলোকে বড় হতে বাধা সৃষ্টি করছে।

তিনি বলেন, কানাডিয়ান সরকারের আদিবাসী লোকদের বডি পলিটিকে আত্তীকরণের ইচ্ছা থাকলেও আমাদের আবাসন ও বেশি জনসংখ্যার ব্যবস্থঅ করার কোনো উদ্যোগ নেই।

লোকজন বাড়ি ক্রয় ও ভাড়া নিতে হিমশিম খাওয়ায় কানাডার আবাসন সংকট ফেডারেল রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কিছু আদিবাসী কমিউনিটিতে অপর্যাপ্ত আবাসন নতুন কিছু নয়।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার রিকসিলিয়েশনকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে। আদিবাসী আবাসনকে গুরুত্ব দিয়ে উল্লেখ করার সময় এই ভাষাই ব্যবহার করে থাকে সরকার। এনডিপির সঙ্গে যখন লিবারেলদের কনফিডেন্স অ্যান্ড সাপ্লাই চুক্তি স্বাক্ষরিত হয় তখন এ নিয়ে আশার সঞ্চার হয়েছিল। কারণ, ২০২২ সালে আদিবাসী আবাসনে উল্লেখযোগ্য পরিমাণ বাড়তি তহবিলের কথা অভিন্ন প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করা হয়েছিল।

কিন্তু ২০২২ সালের ফেডারেল বাজেটে আদিবাসী কমিউনিটির জন্য নতুন বাড়ি নির্মাণ ও পুরনো বাড়ি সংস্কারের জন্য সাত বছরের জন্য ৪০০ কোটি ডলারের সংস্থান রাখা হয়। এর মধ্যে ফার্স্ট নেশন্স রিজার্ভের জন্য রাখা হয়েছে ২৪০ কোটি ডলারের তহবিল। কমিউনিটিগুলোর প্রয়োজনের তুলনায় এই তহবিল অনেক কম বলে তাদের দাবি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.