শনিবার, মে ১৮, ২০২৪
20.5 C
Toronto

Latest Posts

ডায়াবেটিসের ওষুধের সংকট দেখা দিতে পারে

- Advertisement -
ওজন কমানোর জন্য ব্যবহৃত ডায়াবেটিসের ওষুধ ওজেমিকের ঘাটতি দেখা দিতে পারে কানাডায়। ওষুধটির প্রস্তুতকারক নোভা নরডিস্ক এবং হেলথ কানাডা এমনটাই জানিয়েছে

ওজন কমানোর জন্য ব্যবহৃত ডায়াবেটিসের ওষুধ ওজেমিকের ঘাটতি দেখা দিতে পারে কানাডায়। ওষুধটির প্রস্তুতকারক নোভা নরডিস্ক এবং হেলথ কানাডা এমনটাই জানিয়েছে।

নোভা নরডিস্কের মুখপাত্র কেট হানা এক ইমেইল বিবৃতিতে বলেছেন, সাময়িকভাবে আমরা জেমিক এক মিলিগ্রাম ইনজেকশন পেনের সরবরাহ ঘাটতিতে রয়েছি। চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি সার্বিক বৈশি^ক সরবরাহ ব্যবস্থার বিশৃঙ্খলার কারণে এই সংকট তৈরি হয়েছে। আরও অনেক দেশের মতো কানাডাও এর সংকটে রয়েছে এবং এর প্রভাব কমাতে হেলথ কানাডার সঙ্গে কাজ করছে কোম্পানি।

- Advertisement -

হেলথ কানাডা তাদের ওয়েবসাইটে বলেছে, আগস্টের শেষ দিক থেকে অক্টোবরের শুরু পর্যন্ত সাময়িক সংকট থাকবে। দশমিক ২৫ মিলিগ্রাম ও দশমিক ৫ মিলিগ্রামের ওজেমিক ইনজেজকশন পেনের যথেষ্ট সরবরাহ রয়েছে। কিছু রোগীদের বিকল্প হিসেবে এটা কাজে লাগতে পারে।

তবে কানাডিয়ান ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনে ভারপ্রাপ্ত চিফ ফার্মাসিস্ট ব্যারি পাওয়ার বলেন, এক মিলিগ্রামের জায়গায় একাধিক কম ডোজের ব্যবহার এর চাহিদা পূরণের জন্য যথেষ্ট হবে না। ডায়াবেটিসের শুরুতে রোগীরা সাধারণত দশমিক ২৫ এবং দশমিক ৫ মিলিগ্রামের ডোগ ব্যবহার করে থাকে। এরপর তারা এক মিলিগ্রামে যান। এটাই অব্যাহত রাখতে হয়। এটা প্রারম্ভিক ডোজ হওয়ায় এগুলোর মজুদ খুবই কম হওয়ার কথা। কারণ, লোকজন এগুলো কেবল সাময়িক সময়ের জন্য ব্যবহার করে থাকেন।

হেলথ কানাডা তাদের ওয়েবসাইটে বলেছে, অধিকতর ঘাটতি যাতে না তৈরি হয় সেটা নিশ্চিত করা জরুরি। সেমাগ্লুটাইডের বড়ি রায়বেলসাসের সরবরাহের ব্যাপারে ঘনিষ্ঠভাবে কাজ করছে হেলথ কানাডা ও নোভা নরডিস্ক। বিকল্প কী হতে পারে সে ব্যাপারে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে রোগীদের উৎসাহিত করা হচ্ছে।

টাইপ২ ডায়াবেটিসের চিকিৎসায় ওজেমিক ও রায়লেসাস এখন পর্যন্ত অনুমোদন করেছে হেলথ কানাডা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.