শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
9.1 C
Toronto

Latest Posts

পরিকল্পনার চেয়ে ৭৭৬ মিলিয়ন ডলার বেশি ব্যয় অন্টারিওর

- Advertisement -
অর্থমন্ত্রী পিটার বেথনেলফালভির তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ঘাটতি বসন্তের বাজেটে প্রাক্কলন করা ১৩০ কোটি ডলারই থাকছে

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পরিকল্পনার চেয়ে ৭৬ কোটি ৬০ লাখ ডলার বেশি ব্যয় করেছে অন্টারিও। তবে প্রদেশের চূড়ান্ত হিসাব একই রয়েছে। কারণ, নতুন ব্যয়ের বেশিরভাগই এসেছে আপৎকালীন তহবিল থেকে।

অর্থমন্ত্রী পিটার বেথনেলফালভির তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ঘাটতি বসন্তের বাজেটে প্রাক্কলন করা ১৩০ কোটি ডলারই থাকছে।

- Advertisement -

বাজেটে যেমনটা পূর্বাভাস করা হয়েছে রাজস্ব ও ব্যয় তেমনটাই থাকছে। যদিও নতুন কর্মসূচিতে ৭৬ কোটি ৬৬ লাখ ডলার ব্যয় হচ্ছে। এর অর্ধেকেই ব্যয় হবে শিল্প এলাকা উন্নয়নে, যেখানে বৃহৎ পরিসরে উৎপাদন কারখানা হবে। এ ছাড়া পুলিশ, টরন্টোর খাদ্য নিরাপত্তা, অটোয়াতে সাশ্রয়ী আবাসন এবং অন্টারিওর ওয়াইন সেক্টরেও এই অর্থ ব্যয় হবে।
৭৬ কোটি ৬৬ লাখ ডলারের এই তহবিলের সিংহভাগই আসবে আপৎকালীন তহবিল থেকে। বাজেটে এর পরিমাণ উল্লেখ করা হয়েছে ৪০০ কোটি ডলার।

অন্টারিওর ফিসক্যাল ওয়াচডগ এই সরকারের অস্বাভাবিক বেশি আপৎকালীন তহবিল নিয়ে সমালোচনা করেছেন। বলেছেন, এই ধরনের অ্যাকাউন্টিং স্বচ্ছ হয় না।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.