শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
9.1 C
Toronto

Latest Posts

১৫ বিলিয়ন ডলার ব্যয় কমানোর লক্ষ্য

- Advertisement -
ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট অনীতা আনান্দ

ফেডারেল সরকার দেড় হাজার কোটি ডলারের বেশি ডলার সাশ্রয়ের পরিকল্পনা করছে। তবে এর ফলে চাকরিচ্যুতির মতো কোনো ঘটনা ঘটবে না বলে জানিয়েছেন ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট অনীতা আনান্দ।

আনান্দ সম্প্রতি তার সহকর্মী মন্ত্রীদের উদ্দেশে একটি চিঠি লিখেছেন। চিঠিতে ২ অক্টোবরের মধ্যে তাদের সংশ্লিষ্ট বিভাগীয় বাজেট কমানোর জায়গাগুলো চিহ্নিত করতে বলা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে এখন থেকে শুরু করে ২০২৮ সাল পর্যন্ত প্রতি বছর ১ হাজার ৪১০ কোটি ডলার সাশ্রয় করা।

- Advertisement -

আনান্দ বলেন, এই পর্যালোচনা দায়িত্বশীল ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ। আমরা বিশেষ করি আমি এটা নিশ্চিত করতে চাই যে, করদাতাদের প্রতিটি অর্থ যাতে প্রজ্ঞার সঙ্গে ব্যবস্থাপনা করা হয়। আর্থিকভাবে আমাদের দায়িত্বশীল হতে হবে।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিচালন ব্যয়ের এই পরিবর্তনের ফলে চাকরিচ্যুতির কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই। কর্মীদের কেবলমাত্র উচ্চ অগ্রাধিকারের ক্ষেত্রগুলোতে পুনর্পদায়ন করা হতে পারে।

এই কাজের ক্ষেত্রে মন্ত্রীদের কাছ থেকে কোনো বাধা পেয়েছেন কিনা জানতে চাওয়া হলে আনান্দ কোনো উত্তর দেননি।

উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের ২০২৩ সালের ফেডারেল বাজেটের অংশ হিসেবে ১ হাজার ৫৪০ কোটি ডলার সাশ্রয়ের এই প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আগামী পাঁচ বছরে ৭১০ কোটি ডলার সাশ্রয় করা হবে পরামর্শ ও পেশাদারিত্ব সেবার ব্যয় কমানোর মধ্য দিয়ে। বিভাগীয় ব্যয় তিন শতাংশ কমানোর মধ্য দিয়ে কমানো হবে আরও ৭০০ কোটি ডলার। এ ছাড়া ফেডারেল ক্রাউন কর্পোরেশনগুলোর ব্যয় কমানোর মধ্য দিয়ে আগামী চার বছরে বাড়তি ১৩০ কোটি ডলার সাশ্রয় করা হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.