রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
18.3 C
Toronto

Latest Posts

ইউক্রেনকে আরও ৫০ কোটি ডলারের সামরিক সহায়তা

- Advertisement -
কানাডার প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোড়োমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। এই সফরে জাস্ট্রিন ট্রুডোর সঙ্গে রয়েছেন উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শনিবার আকস্মিক কিয়েভ সফর করেন। সেই সঙ্গে রুশ সেনাবাহিনীকে অধিকৃত পূর্ব ও দক্ষিণাঞ্চল থেকে বিতাড়িত করতে ইউক্রেন দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা হামলা শুরু করায় দেশটিকে আরও ৫০ কোটি ডলারের কানাডিয়ান সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

এর আগে কানাডার প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোড়োমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। এই সফরে জাস্ট্রিন ট্রুডোর সঙ্গে রয়েছেন উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।

- Advertisement -

ট্রুডো বলেন, ২০২২ সালের গোড়ার দিকে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে কানাডা ইউক্রেনকে ৮০০ কোটি ডলারের বেশি তহবিল সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে ১০০ কোটি ডলারের বেশি সামরিক সহায়তা।

তবে নতুন এই তহবিল কীভাবে ব্যয় হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি প্রধানমন্ত্রী। যদিও কানাডা অপারেশন ইউনিফায়ার নামে সামরিক প্রশিক্ষণ ২০২৬ সাল পর্যন্ত সম্প্রসারণ করবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য দেশসহ ইউক্রেনের পাইলটদের এফ-১৬ জঙ্গি বিমানের প্রশিক্ষণ প্রদানেরও ইঙ্গিত দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

এদিকে কানাডায় ফেডারেল সরকার ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রাশিয়ায় নিবন্ধিত একটি উড়োজাহাজ জব্দ করার ইচ্ছার কথা জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন পর উড়োজাহাজটি টরন্টোতে অবতরণ করে। একই দিনে পরিবহনমন্ত্রী ওমর আলঘাবরা হামলার প্রতিক্রিয়া হিসেবে রাশিয়ার সব উড়োজাহাজের জন্য কানাডার আকাশসীমা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন। এরপর থেকে সেটি গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে। জব্দ করা হলে কানাডার হালনাগাদকৃত অবরোধ ব্যবস্থার আওতায় এটাই হবে কোনো দৃশ্যমান সম্পদ জব্দের প্রথম ঘটনা।

এদিকে ট্রুডোকে পাশে রেখে জেলেনস্কি বলেন, পাল্টা হামলা ও প্রতিরক্ষামূলক কার্যক্রম চলমান রয়েছে। শীর্ষ কমান্ডাররা ইতিবাচক মানসিকতায় রয়েছেন। কারণ, তাদের সৈন্যরা সম্মুখসারীতে ব্যাপক লড়াইয়ের মধ্যে রয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের এক মন্তব্যের বিষয়ে প্রশ্নের উত্তরে জেলেনস্কি বলেন, ইউক্রেনে পাল্টা হামলা ও প্রতিরক্ষা কার্যক্রম চলছে। তবে এটা কোন পর্যায়ে বা স্তরে সে ব্যাপারে আমি কিছু বলতে চাই না। প্রতিদিনই আমি আমাদের কমান্ডারদের সঙ্গে যুক্ত থাকি। প্রত্যেকেই ইতিবাচক। এটা পুতিনের কাছে পৌঁছে দিন।
এর আগে ভøাদিমির পুতিন বলেন, ইউক্রেনের পাল্টা হামলা শুরু হয়েছে এবং ইউক্রেনের সেনাবাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.