
চার ফেডারেল রাইডিংয়ের উপনির্বাচনে আগামী মাসে ভোট দেবেন ভোটাররা। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তিনটি প্রদেশের চারটি উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৯ জুন।
ম্যানিটোরা উইনিপেগ সাউথ সেন্টার রাইডিংয়ে জয় পাওয়ার অপেক্ষায় আছেন লিবারেল প্রার্থী বেন কার। আসনটি তার বাবার ছিল। দীর্ঘদিনের এমপি ও সাবেক মন্ত্রী জিম কার গত ডিসেম্বরে মারা যান।
দক্ষিণ ম্যানিটোবার পোর্টেজ-লিসগার রাইডিংটি কনজার্ভেটিভ এমপি ও সাবেক অন্তবর্তী দলীয় প্রধান ক্যান্ডিস বার্গেন গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করলে শুন্য হয়।
লিবারেল এমপি এবং সাবেক মন্ত্রী ও মহাকাশচারী মার্ক গারনোর অধিকারে ছিল কুইবেকের নটর-ডেম-ডি-গ্রেস-ওয়েস্টমাউন্ট রাইডিংটি। ১৫ বছর রাজনীতিতে থাকার পর গত মার্চে পদত্যাগ করেন তিনি।
দক্ষিণপশ্চিম অন্টারিও রাইডিংয়ের কনজার্ভেটিভ এমপি ডেভ ম্যাকেঞ্জি পদত্যাগ করেন গত জানুয়ারিতে। ফলে রাইডিংটি শুন্য হয়ে পড়ে।