শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
10.1 C
Toronto

Latest Posts

ডেন্টাল কেয়ার বেনিফিট বিল পাস

- Advertisement -
এনডিপি লিডার জগমিত সিং

কনজারভেটিভ ও ব্লক কুইবেকোয়িসের বিরোধিতা সত্ত্বেও ডেন্টাল কেয়ার বেনিফিট বিল হাউস অব কমন্সে পাস করেছে লিবারেলরা। বিলটি ১৭২ বনাম ১৩৮ ভোটে পাস হয়। কনজার্ভেটিভ ও ব্লক কুইবেকোডিসের এমপিরা বিলের বিরুদ্ধে ভোট দেন।
এর ফলে যেসব পরিবারের বার্ষিক আয় ৯০ হাজার ডলারের নিচে সেই পরিবারের শিশুরা তাদের চিকিৎসা সেবা বাবদ ৬৫০ ডলার করে পাবে।

সুবিধাটি পেতে পরিবারগুলোকে কানাডা রেভিনিউ এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে। সেই সঙ্গে প্রাইভেট ইস্যুরেন্স নেয় অর্থাৎ নিজের পকেট থেকে ব্যয় করতে হবে দন্ত চিকিৎসার জন্য এমন একটি বুকিংও দেখাতে হবে। ভবিষ্যতে নিরীক্ষার জন্য পরিবারগুলোকে রশিদও সংরক্ষণ করতে হবে।

- Advertisement -

লিবারেল ও এনডিপির মধ্যে স্বাক্ষরিক আস্থা চুক্তির অন্যতম স্তম্ভ হচ্ছে ডেন্টাল কেয়ার। লিবারেলরা ২০২২ সালের শেষে একটি ফেডারেল ডেন্টাল কেয়ার ইন্স্যুরেন্স কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দিয়েছে। প্রাথমিকভাবে নি¤œ ও মধ্যম আয়ের পরিবারের শিশুরাই এ কর্মসূচির আওতায় আসবে। এ বছরের শেষ নাগাদ তা চালু করতে না পারায় এর পরিবর্তে লিবারেলরা বেনিফিট কর্মসূচি চালু করছে। এর ফলে পরিবারগুলোর কাছে সরাসরি অর্থ পৌঁছে যাবে।

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকার পরিকল্পনাটি রিলিফ হিসেবে বদল এনেছে। বিল সি-৩১ এ ভাড়ায় থাকা নি¤œ আয়ের পরিবারগুলোকে মূল্যস্ফীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে এককালীন ৫০০ ডলার ভর্তুকির বিধানও রাখা হয়েছে।

সুবিধাটির জন্য পরিবারগুলোর আাবেদনের আগে বিলটিকে অবশ্যই সেনেটে ও রয়্যাল সম্মতি নিতে হবে। কনজার্ভেটিভ হাউস লিডার অ্যান্ড্রু শিয়ার হাউস অব কমন্সে এই যুক্তি দেন যে, এটি ভাসাভাসা। নগদ অর্থ আদতে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে। আমাদের উচিত কানাডিয়ানদের আরও ভালো সেবা দেওয়া। আগুনে ঘি ঢালবেন না। সমস্যাকে বাড়িয়ে দিতে পারে মূল্যস্ফীতিকে উস্কে দেওয়া এমন কোনো ব্যয় করবেন না।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.