
একটি নতুন প্রতিবেদন বলছে যে অবশেষে কানাডিয়ানদের জন্য আবাসন ক্রয়ক্ষমতায় কিছুটা স্বস্তি আসতে পারে। দেশজুড়ে বিভিন্ন মাত্রায় ২০২৩ সাল নাগাদ আবাসন ক্রয়ক্ষমতা উন্নত হবে বলে জানা যায়। যে প্রদেশগুলি মহামারী চলাকালীন আবাসনের দামে সবচেয়ে বেশি লাভ করেছে তারা মহামারী পরবর্তী তীক্ষ্ণ সংশোধন দেখতে পাবে।
ব্যাংক অফ কানাডার সুদের হার বৃদ্ধি হাউজিং মার্কেটে প্রভাব ফেলেছে, যা বাড়ি বিক্রির গতি কমিয়েছে এবং দাম কমছে। দেজার্ডিনসের অ্যাফোর্ডিবিলিটি সূচক অনুসারে, অন্টারিওতে ক্রয়ক্ষমতা ২০২১ সালের শুরুর মত একই স্তরে ফিরে আসবে।
কানাডিয়ান রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের মতে, কানাডায় বাড়ি কেনার খরচ বেড়েই চলেছে। একটি শিল্প গ্রুপ বলেছে, আগস্টে বিক্রি হওয়া বাড়ির গড় দাম ছিল ৬৩৭,৬৭৩ ডলার, যা ফেব্রুয়ারিতে ৮১৬,৭২০ ডলার থেকে কমেছে। গত মাসে প্রকাশিত PBO-এর বাড়ির দামের মূল্যায়নে বলা হয়েছে যে গড় বাড়ির খরচ গড় পরিবারের সামর্থ্যের তুলনায় ৬৭ শতাংশ বেশি। প্রতিবেদনে আরো বলা হয়, কানাডার অর্থনীতি আগামী বছরের শুরুতে মন্দায় প্রবেশ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।