
জুলাইয়ের তুলনায় আগস্টে বাড়ি নির্মাণ শুরু করার গতি কমেছে বলে জানিয়েছে কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং করপোরেশন (সিএমএইচসি)। সংস্থাটি বলছে, মৌসুমি সমন্বয়ের ভিত্তিতে আগস্টে বাড়ি নির্মাণ শুরু হয়েছে ২ লাখ ৬৭ হাজার ৪৪৩টি, জুলাইয়ের তুলনায় যা ৩ শতাংশ কম। জুলাইয়ে শুরু হয়েছিল ২ লাখ ৭৫ হাজার ১৫৮টি বাড়ির নির্মাণকাজ।
শহরে বাড়ি নির্মাণ শুরু করার হার আগস্টে ৩ শতাংশ কমে ২ লাখ ৪৬ হাজার ৭৭১টিতে দাঁড়িয়েছে। শহরে মাল্টি-ইউনিট বাড়ি নির্মাণ ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬০২টিতে। সার্বিকভাবে আগস্্েট বাড়ি নির্মাণ শুরু কম হওয়ার একটা একটা কারণ।
তবে শহরে সিঙ্গেল ডিটাচড বাড়ির নির্মাণ আগস্টে ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ১৬৯টিতে। অন্যদিকে গ্রামাঞ্চলে মৌসুমি সমন্বয়ের ভিত্তিতে আগস্টে শুরু হয়েছে ২০ হাজার ৬৭২টি বাড়ির নির্মাণকাজ।