শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
2.2 C
Toronto

Latest Posts

ফেডারেল সরকারের কাছে আবারও অর্থ চাইলেন ফোর্ড

- Advertisement -
অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড

হাসপাতালগুলোতে বর্ধমান জনবল সংকট সমাধানে ফেডারেল সরকারের কাছে আবারও অর্থায়ন সহায়তা চাইলেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। জনবল সংকট এতোটাই চরমে পৌঁছেছে যে, কিছু হাসপাতাল তাদের দরজা বন্ধ করে দিয়েছে।
অন্টারিওর স্ট্র্যাটফোর্ডে এক সংবাদ সম্মেলনে ফোর্ড বলেন, ফেডারেল সরকার আমাদের ২২ শতাংশ দিচ্ছে আর আমরা ৭৮ শতাংশ পরিশোধ করছি। এটা টেকসই নয়।

সারাদেশজুড়েই এটা হচ্ছে, যা অগ্রহণযোগ্য। আমরা ফেডারেল সরকারকে এগিয়ে আসার অব্যাহত আহ্বান জানিয়ে আসছি এবং তাদেরকে ন্যায্য হিস্যা দিতে বলছি। সেটা করার এখনই সর্বোত্তম সময়।

- Advertisement -

প্রদেশজুড়ে বেশ কিছু হাসপাতালের জরুরি কক্ষ ও আইসিইউ বন্ধ রাখার পর ডগ ফোর্ডের কাছ থেকে এ মন্তব্য এলো। এ অবস্থায় ২৫ শতাংশ হাসপাতালকে তাদের পরিচালন পরিবর্তন করতে হয়েছে। ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক (ইউএইচএন) মঙ্গলবার সিপি২৪কে বলেন, টরন্টো জেনারেল হসপিটালের তিনটি ইনটেনসিভ কেয়ার ইউনিটনের সক্ষমতা অতিক্রম করে গেছে।

তবে ডগ ফোর্ড জনবল সংকটের নতুন কোনো সমাধানের কথা জানাননি। তিনি বলেন, সাহায্যের জন্য সেনাবাহিনীকে ডাকার কথা সিক্রয় বিবেচনায় নেই। কোভিড-১৯ মহামারির শুরুতে তাদের ডডাকা হয়েছিল।

স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স বিষয়টি নিয়ে মঙ্গলবার কথা বলেন। তবে ইআর ও আইসিইউ বন্ধ রাখাকে অগ্রহণযোগ্য বলেন্িন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জরুরি বিভাগ চার ঘণ্টা নাকি এক শিফট অথবা এক সপ্তাহ বন্ধ রাখা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। তাদের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং বলে আমার কাছে মনে হয়।
অন্টারিওর ধুকতে থাকা স্বাস্থ্য সেবা ব্যবস্থার জন্য প্রদেশের পক্ষ থেকে যা করা হয়েছে তাকে যথেষ্ট বলে মনে করেন ডগ ফোর্ড। প্রদেশের পক্ষ থেকে নতুন ১০ হাজার ৫০০ স্বাস্থ্যসেবা

কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। হাসপাতালে শয্যা বাড়ানো হয়েছে ৩ হাজার ১০০টি। এছাড়া কলেজ অব নার্সেস অন্টারিওর মাধ্যমে আন্তর্জাতিকভাবে প্রশ্কিষত নার্স নিয়োগের পদ্ধতি সহজ করা হয়েছে। সর্বোপরি নার্সদের ধরে রাখতে গত মার্চে এককালীন ৫০০ ডলার বেতন ঘোষণা করেছে প্রদেশ। তবে এ বছরের নভেম্বরে বিল ১২৪ এর মেয়াদ শেষ হওয়ার আগে সরকার তা বাতিল করবে কিনা সে ব্যাপারে কিছু জানাননি ফোর্ড।
বিলে স্বাস্থ্যসেবা কর্মীসহ সরকারি খাতের কর্মীদের বেতন বৃদ্ধির সর্বোচ্চ হার ১ শতাংশ বেঁধে দেওয়া হয়েছে। প্রদেশের ঘাটতি মেটাতে ২০১৯ সালে বিলটি আনা হয়েছিল।

স্বাস্থ্য খাতে জনবল সংকট দূরীকরণে ফোর্ড অটোয়ার কাছে প্রথম সহায়তা চেয়েছিলেন গত বছরের মার্চে। সেই সময় কানাডার প্রিমিয়াররা স্বাস্থ্যসেবা খাতে ফেডারেল সরকারের খরচ ২২ শতাংশ বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার দাবি তুলেছিলেন। এটা করতে গেলে স্বাস্থ্যসেবা খাতে বাড়তি ২ হাজার ৮০০ কোটি ডলার জোগান দিতে হবে বলে সে সময় জানিয়েছিলেন প্রিমিয়াররা।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.