
মস্কোর অব্যাহত প্রচেষ্টার মধ্যে ছয়টি টারবাইন ফিরিয়ে দেওয়া কানাডার জন্য জরুরি ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রাশিয়া থেকে ইউরোপে প্রাকৃতিক গ্যাস পরিবহনের পাইপলাইনে জন্য ব্যবহার হয় টারবাইনগুলো।
কানাডায় মেরামত করা বিতর্কিত টারবাইনগুলো জার্মানিকে গ্যাজপ্রমকে ফেরত দেওয়ার অনুমতিদানের পক্ষে বুধবার যুক্তি তুলে ধরেন কানাডার প্রধানমন্ত্রী। অন্টারিওর কিংস্টনে সাংবাদিকদের তিনি বলেন, এটা ছিল খুবই কঠিন সিন্ধান্ত। কিন্তু আমরা দেখছি মিত্রদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে রাশিয়া জ¦ালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কানাডা ইউক্রেনের শক্তিশালী মিত্র ও বন্ধুদের একটি এবং আমরা একা নই। ইউরোপের দেশগুলো বিশেষ করে জার্মানি ইউক্রেনের প্রতি তাদের বড় ধরনের সমর্থন দিয়েছে এবং আমাদের একসঙ্গে থাকতে হবে বিশেষ করে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে রাশিয়া যখন জ¦ালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে।
টারবাইন ফেরত দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেত ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেনিয়ান ওয়ার্ল্ড কংগ্রেস (ইউডব্লিউসি) এবং ইউক্রেনিয়ান কানাডিয়ান কংগ্রেস। ইউডব্লিউসি ফেডারেল আদালতে এই সিদ্ধান্তের বিচার বিভাগীয় পর্যালোচনাও চাইছে।
ইউক্রেন যুদ্ধের কারণে জার্মানি ও ইউরোপকে জ¦ালানি সংকট মোকাবেলা করতে হচ্ছে এবং রাশিয়ার জ¦ালানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চাইছে তারা। যুদ্ধে বার্লিনের ভূমিকার জবাবে মস্কো জার্মানিতে জ¦ালানি সরবরাহ বন্ধ করে দেয়। এর ফলে জার্মানি ও ইউরোপিয়ানদের জ¦ালানির বিকল্প উৎসের সন্ধান করতে হয় এবং অস্বস্তিতে পড়তে হয়।
ট্রুডো বলেন, ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থন নিম্চিত করতে কানাডার টারবাইন ফেরত দেওয়ার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ কাজ।
নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের টারবাইনগুলো রুটিন মেরামতের জন্য মন্ট্রিয়লে আনা হয়। কিন্তু রাশিয়ার ওপর আরোপিত অবরোধের কারণে সেগুলো ফেরত পাঠানোয় জটিলতা তৈরি হয়। অবরোধ ও ইউক্রেনের ওপর রাশিয়ার অব্যাহত হামলা সত্ত্বেও বার্লিন এগুলো রাশিয়ার কাছে ফেরত দিতে অটোয়ার ওপর চাপ দিতে থাকে।
সিমেনস এনার্জি জানায়, ১০ বছরের বেশি সময় পর মেরামত করা গ্যাস টারবাইনগুলো তারা গ্যাজপ্রমকে ফেরত দিতে পারছিল না। মধ্য জুন থেকে পাইপলাইনে গ্যাসের প্রবাহ কমতে শুরু করে।