শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
7.8 C
Toronto

Latest Posts

জরিমানার মুখে পড়তে হতে পারে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে

- Advertisement -
জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্কো মেন্ডিসিনো

সাইবার নিরাপত্তা সংক্রান্ত ফেডারেল বিলের আওতায় ব্যাংকিং ও টেলিযোগাযোগ খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সাইবার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। সেই সঙ্গে আক্রান্ত হলে তা জানাতে হবে। তা না হলে তাদেরকে জরিমানার মুখে পড়তে হতে পারে।

গত মাসের ঘোষণার পর গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত করার ব্যাপারে লিবারেল সরকারের প্রচেষ্টাকে পূর্ণতা দেওয়ায় এর উদ্দেশ্য। গত মাসে কানাডার পরবর্তী প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক উন্নয়নের কাজে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস ও জিটিইকে নিষিদ্ধ করা হয়।

- Advertisement -

নতুন উত্থাপিত বিলে টেলিযোগাযোগ, আর্থিক, জ্বালানি ও যোগাযোগ অবকাঠামোর সুরক্ষায় বাড়তি পদক্ষেপের কথাও বলা হয়েছে। পাইপলাইন থেকে বিদ্যুৎ ব্যবস্থা এবং ব্যাংকিং নেটওয়ার্ক থেকে রেলওয়ে সবক্ষেত্রেই এটি প্রযোজ্য।

জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্কো মেন্ডিসিনো বলেন, অটোয়া চাইছে সুরক্ষার জন্য সংশ্লিষ্ট শিল্পের নেতৃত্ব সর্বোপরি কানাডিয়ান জনগণের হাতে হাতে প্রয়োজনীয় সম্পদ তুলে দিতে। যেহেতু আমরা আমাদের অর্থনীতিতে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করছি তাই জাতীয় নিরাপত্তায় আরও গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। এটা অর্থনৈতিক সম্ভাবনাকে যেমন কাজে লাগানো একইসঙ্গে কানাডিয়ান জনগণকে সুরক্ষা দেওয়াও।

এই বিলের সার্বিক লক্ষ্য হলো জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ব্যবস্থাকে আরও সুরক্ষা দিতে একটি রূপরেখা তৈরি করা। সেই সঙ্গে সাইবারস্পেসে উদ্ভুত বিপদ মোকাবেলায় সরকারের হাতে নতুন অস্ত্র তুলে দেওয়া।
সরকার বলছে, ইলেক্ট্রনিক নজরদারি থেকে র‌্যানসামওয়্যার কানাডিয়ানদের ওপর সাইবার হুমকি আগের চেয়ে বেড়েছে। এই আইনের অধীনে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত প্রতিটি খাতের সুনির্দিষ্ট কাজ ও সংস্থা কী হবে আগামীতে পরামর্শের ভিত্তিতে তা নির্ধারিত হবে।

নিরীক্ষা ক্ষমতা ও জরিমানার মধ্য দিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে বিলে। কোনো প্রতিষ্ঠান বিলের বিধিবিধান অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আানার প্রস্তাবও করা হয়েছে।

ডাটা জিম্মি করে অর্থ দাবি করার ঘটনা আশঙ্কাজনকভাবে স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সমস্যাটি চুপিসারে মীমাংসার জন্য কিছু প্রতিষ্ঠান দাবিকৃত অর্থ পরিশোধকেই শ্রেয় মনের করছে। এর ফলে এ ঘটনার পূর্ণাঙ্গ ছবি পাওয়াটা কর্মকর্তাদের জন্য কঠিন হয়ে পড়ছে। নতুন বিল অনুযায়ী, এ ধরনের কোনো ঘটনা ঘটলে তৎক্ষণাত তা কমিউনিকেশন সিকিউরিটি এস্টাবশিমেন্টকে জানাতে বলা হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.