শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
9.5 C
Toronto

Latest Posts

জেঅ্যান্ডজের ভ্যাকসিনের প্রাপ্যতা সীমিত করবে না কানাডা

- Advertisement -
কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. তেরেসা ট্যাম

রক্ত জমাট বাধার মতো বিরল ঘটনার পরিপ্রেক্ষিতে জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ ভ্যাকসিনের প্রাপ্যতা প্রয়োগ সীমিত করা হবে না বলে জানিয়েছেন কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. তেরেসা ট্যাম। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডা. তেরেসা ট্যাম বলেন, পাবলিক হেলথ এজেন্সি অব কানাডা (পিএইচএসি) ভ্যাকসিনটি সম্পর্কে তাদের সুপারিশে পরিবর্তন আনবে বলে আমার মনে হয় না। ২০২১ সালের নভেম্বরে কানাডায় এটি প্রয়োগের পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়া হয়।

- Advertisement -

ডা. তেরেসা ট্যাম এ ঘোষণা দেওয়ার আগে গত বৃহস্পতিবার ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানায়, জেঅ্যান্ডজের ভ্যাকসিন কেবল তাদেরই দেওয়া উচিত যারা এটি চাইবেন এবং অন্য কোনো ভ্যাকসিন নেননি।

মার্কিন কর্মকর্তারা বলছেন, রক্ত জমাট বাধার ঘটনা বিরল হলেও এখনও ঘটছে। মার্চের মাঝামাঝি সময়ে এ ধরনের ৬০টি ঘটনা আমরা জানতে পেরেছি। এর মধ্যে ৯টি ঘটনা ছিল মারাত্মক। ভ্যাকসিনটির ব্যাপারে যুক্তরাষ্ট্রে এখন আর কড়া সতর্কতা জারি করা হচ্ছে।

তবে ট্যাম বলেন, বিদ্যমান লেবেলিং নিয়ে কানাডিয়ান কর্মকর্তারা সন্তুষ্ট এবং এতে আর কোনো পরিবর্তন আনা হবে না। ২০২১ সালের এপ্রিলে ভ্যাকসিনটির লেবেলিংয়ে পরিবর্তন আনে কানাডা। সেখানে রক্ত জমাট বাধার সতর্কতা উল্লেখ করা হয়। এরপর নভেম্বরে আবারও অটোইমিউন কন্ডিশন এবং ইমিউন থ্রোম্বোসাইটোপেনিয়ার (আইটিপি) পাশর্^প্রতিক্রিয়ার বিষয়টি উল্লেখ করা হয় লেবেলিংয়ে।

ডা. তেরেসা ট্যাম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনটির ৮০ লাখ ডোজ প্রয়োগ করা হয়েছে। কানাডায় প্রয়োগ করা হয়েছে ৪০ হাজার। যদিও এখন পর্যন্ত কানাডায় মোট ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে ৮ কোটি ৩০ লাখ। তারপরও বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। সুরক্ষা সম্পর্কে কোনো বার্তা এলে তা গুরুত্বের সঙ্গে নেওয়াই উচিত।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.