
আপনার চোখ এড়িয়ে গেলেও অন্টারিওর কিছু সড়কে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা বাড়ানো হয়েছে। ২২ এপ্রিল হামিল্টন থেকে সেইন্ট কাথেরিন্স পর্যন্ত কুইন এলিজাবেথ সড়ক, লন্ডন থেকে সারনিয়া পর্যন্ত হাইওয়ে ৪০২, উইন্ডসর থেকে টিলবারি পর্যন্ত হাইওয়ে ৪০১, অটোয়া থেকে কুইবেক সীমান্ত পর্যন্ত হাইওয়ে ৪১৭ এব কানাটা থেকে আরপায়র পর্যন্ত হাইওয়ে ৪১৭ তে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা বাড়িয়ে ঘণ্টায় ১১০ কিলোমিটার করা হয়েছে।
এই পরিবর্তনের বিষয়ে পরিবহনমন্ত্রী ক্যারোলাইন মালরোনি বলেন, মানুষের জীবনকে সহজ করতে এবং পরিবার ও ব্যবসাগুলোকে আরামদায়ক করতে যা যা প্রয়োজন আমাদের সরকার অব্যাহতভাবে তার সন্ধান করে চলেছে। নিরাপত্তার কথায় মাথায় নিয়ে সেইসব সড়কেই কেবল গতিসীমা বাড়ানো হয়েছে যেগুলোর সক্ষমতা রয়েছে। কোনো শিশুকে নিরাপদে ও দ্রুত কোনো ক্রিড়া অনুষ্ঠানে পৌঁছে দেওয়ার পাশাপাশি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দ্রুত ও নিরাপদে পণ্য পরিবহন করা কতটা জরুরি আমরা তা জানি।
ট্রাকের সর্বোচ্চ গতিসীমা এখনও ঘণ্টায় ১০৫ কিলোমিটারে রাখা হয়েছে। পরবর্তীতে প্রদেশের অন্যান্য সড়কের গতিসীমা বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। ২০১৯ সালে এ ব্যাপারে অনলাইনে যে মতামত নেওয়া হয়েছিল তাতে ৮২ শতাংশের বেশি বাসিন্দা ৪০০ সিরিজের মহাসড়কগুলোর আরও বেশি সংখ্যক সেকশনে গতিসীমা বাড়ানোর পক্ষে মত দিয়েছিলেন। অন্টারিওর পরিবহন মন্ত্রণালয় থেকে সে সময় বলা হয়েলি, এগুলো নির্বাচনের কারণ সড়কগুলো সামান্য মেরামত করলেই এগুলো দিয়ে ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিসীমায় গাড়ি চালানো সম্ভব। একই সঙ্গে এও বলা হয়েছিল যে, অন্যান্য প্রদেশের সঙ্গে সামঞ্জস্য রেখেই পরিবর্তনগুলো আনা হয়েছে। কানাডার আরও ছয়টি প্রদেশ কিছু মহাসড়কে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ১১০ কিলোমিটার বা তার বেশি নির্ধারণ করেছে।