সোমবার, মার্চ ১৮, ২০২৪
-0.4 C
Toronto

Latest Posts

বহুরূপী ওমিক্রন

- Advertisement -
করোনভাইরাসের একটি নতুন ধরন সম্প্রতি সনাক্ত করেছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা

করোনভাইরাসের একটি নতুন ধরন সম্প্রতি সনাক্ত করেছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। দেশটির জনবহুল প্রদেশ গাওটেঙে সাম্প্রতিক যে সংক্রমণ তার পেছনে এ ধরনটি দায়ী বলে মনে করছেন তারা।

এর উৎস কোথায় সেটি এখনও অস্পষ্ট। তবে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরাই প্রথম এটি সনাক্ত করেছেন এবং হংকং ও বোতসোয়ানা ভ্রমণকারীদের মধ্যেও এর সংক্রমণ দেখা গেছে।

- Advertisement -

স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলা বলেন, গত কয়েক দিনে সংক্রমণের যে ব্যাপক বৃদ্ধি তার সঙ্গে এই ধরনটির সম্পর্ক রয়েছে। যদিও সত্যিই সংক্রমণ বৃদ্ধির পেছনে বি.১.১.৫২৯ ধরনটি দায়ী কিনা বিজ্ঞানীরা এখনও তা বোঝার চেষ্টা করছেন।

দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা ছিল ২০০ এর কিছু বেশি। কিন্তু বুধবার এ সংখ্যা এক লাফে ১ হাজার ২০০তে পৌঁছে যায়। পরদিন সংখ্যাটি দাঁড়ায় ২ হাজার ৪৬ তে। ধরনটিতে আক্রান্তদের গুরুতর অসুস্থ হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অন্য ধরনের মতো ওমিক্রনে আক্রান্তদেরও অনেকের মধ্যে কোনো উপসর্গ থাকছে না।

তারপরও ধরনটি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন বিজ্ঞানীরা। কারণ, এরই মধ্যে ধরনটি ৩০ বারের মতো ধরন পাল্টেছে। যার ফলে সহজেই এটি মানুষের মধ্যে সংক্রমিত হতে পারছে।

এদিকে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, লেসোথো, এসওয়াথিনি ও জিম্বাবুয়ে থেকে যুক্তরাজ্যে আসা ভ্রমণকারীদের ১০ দিনের জন আইসোলেশনে থাকতে বলা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় কোভিড-১৯ এর ব্যাপক বিস্তারের পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞাকে যৌক্তিক বলে মনে করছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের সংক্রামক রোগ বিশেষজ্ঞ নিল ফার্গুসন। তিনি বলেন, নতুন ধরনটি আগের ধরনগুলোর চেয়ে অনেক বেশি রূপ বদলেছে। দক্ষিণ আফ্রিকায় সনাক্ত নতুন ধরনটি সহজেই বিদ্যমান ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা ভেঙে ফেলতে পারে।

উল্লেখ্য, এখন পর্যন্ত ডেল্টা ভ্যারিয়েন্টই সবচেয়ে বেশি সংক্রামক।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.