
কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের ক্ষেত্রে শিশুদের সুপারহিরোর অনুভূতি দেওয়ার আশা করছে টরন্টো। টরন্টোর স্বাস্থ্য বোর্ডের চেয়ারম্যান ও কাউন্সিলর জো ক্রেসি বলেন, মজা নিয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের হয়েছে। ডিজে, সংগীত এমনকি বিশ^ রেকর্ড সৃষ্টিকারী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা টরন্টোর লাখো মানুষকে ভ্যাকসিন গ্রহণে সহায়তা করেছি। ভাকসিন নেওয়াটা সামাজিক দায়িত্ব। এটা যেমন নিজেকে সুরক্ষিত করা, একইভাবে আপনার কমিউনিটিকেও সুরক্ষিত করা। একই সঙ্গে এটা উদযাপনও। এটা মজা করার বিষয়।
৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ভ্যাকসিনেশনের নতুন লোগো উন্মোচন করেছে টরন্টো সিটি কর্তৃপক্ষ। এই বয়সী শিশুদের জন্য ভ্যাকসিন অনুমোদন দিয়েছে হেলথ কানাডা। এ মাসের শেষ দিকে এ ব্যাপারে উত্তর আসবে বলে আশা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
বিভিন্ন রঙের ‘টিম টরন্টো কিডস’ পোস্টারটিই শিশুদের ভ্যাকসিনেশনের মোটিফ হিসেবে ব্যবহার হচ্ছে, যেখানে রয়েছে একটি সুপারহিরো পরিবার। ক্রেসি বলেন, সত্যি বলতে সমগ্র টরন্টোর শিশুরা ভ্যাকসিন নেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। এর মধ্য দিয়ে তারা সত্যিকারের সুপারহিরো হওয়ার সুযোগ পাবে।
সিটি কর্তৃপক্ষ বলছে, ভ্যাকসিনশেন হবে চাহিদার ভিত্তিতে, উপাত্তনির্ভর ও ন্যায্যতার দিকে মনোযোগ রেখে। বড় ভ্যাকসিন ক্লিনিকে যেমন শিশুদের ভ্যাকসিন দেওয়া, হবে একইভাবে স্কুল, হাসপাতাল, স্থানীয় চিকিৎসকের কার্যালয় ও ফার্মেসিতেও মিলবে ভ্যাকসিন।
ভ্যাকসিনেশনের প্রথম অংশে ৩০টি নেবারহুডের তালিকা প্রকাশ করেছে সিটি কর্তৃপক্ষ, যারা স্কুলভিত্তিক ক্লিনিক পরিচালনা করবে। চতুর্থ ঢেউয়ের মধ্যে সংক্রমণের হার, আর্থ-সামাজিক অবস্থা ও ১২-১৭ বছর বয়সীদের মধ্যে ভ্যাকসিনেশনের হারের ভিত্তিতে নেবারহুডগুলো নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত নেবারহুডগুলো হলো, বেন্ডাল, ব্ল্যাক ক্রিক, ব্রুকহ্যাভেন-বির্চমাউন্ট, ক্লেয়ারলি-বির্চমাউন্ট, ডরসেট পার্ক, ডাউনসভিউ-রডিং-সিএফবি, ইগলিনটন ইস্ট, এল্মস-ওল্ড রেক্সডেল, এঙ্গলমাউন্ট-লরেন্স ফ্লেমিংডন পার্ক, গ্লেনফিল্ড-জেন হাইটস, হাম্বারমেড, ইসলিংটন-সিটি সেন্টার ওয়েস্ট, কিংসভিউ ভিলেজ-দ্য ওয়েস্টওয়ে, লা,আমোরো, মাউন্ট অলিভ-সিলভারস্টোন-জেমসটাউন, মালবার্ন, মর্নিংসাইড, মাউন্ট ডেনিস, ওকরিজ, পার্কউডস-ডোনাল্ডা, রোগ, স্কারবোরো ভিলেজ, টর্নক্লিফ পার্ক, ওয়েস হিল, ওয়েস্ট হাম্বার-ক্লেয়ারভিল, ওয়েস্টোন, ওয়েক্সফোর্ড/মেরিভেল, উবার্ন এবং ইয়র্ক ইউনিভার্সিটি হাইটস।
সিটি কর্তৃপক্ষ বলছে, ভ্যাকসিনেশনের সাফল্যের বড় অংশ নির্ভর করছে শিক্ষা ও সচেতনতার ওপর। এজন্য সিটি কর্তৃপক্ষ একটি শিশুবান্ধব বিজ্ঞাপনী প্রচারণা শুরু করবে। বিভিন্ন প্ল্যাটফরমে সব ভাষায় সেটি প্রচারিত হবে। শিশুদের জন্য ভ্যাকসিন আসছেÑএ সংক্রান্ত তথ্য নিয়ে প্রচারণা এ মাসের গোড়ার দিকেই শুরু হয়েছে। টাউন হলও পরিচালনা করবে সিটি কর্তৃপক্ষ।