শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
10.7 C
Toronto

Latest Posts

কোভিড পরীক্ষার ভুল ফলাফল দেয়ায় হ্যামিল্টন ল্যাবের ক্ষমা প্রার্থনা

- Advertisement -

‘প্রোসিসং এরর’ বা ক্রটিপূর্ণ প্রক্রিয়াকরণের কারণে ৩১ জন করোনা পরীক্ষার্থীর সঠিক ফলাফল পাওয়া যায়নি বলে অন্টারিও প্রদেশের হ্যামিল্টন শহরের একটি ল্যাবরেটরি ক্ষমা প্রার্থনা করেছে। এতে হ্যামিল্টন রিজিওন্যাল ল্যাবরেটরি মেডিসিন প্রোগ্রাম জানিয়েছে, যারা সে ধরণের ত্রুটিপূর্ণ ফলাফল পেয়েছেন, তাদের প্রত্যেককে যথারীতি যোগাযোগসহ বিষয়টি অবহিত করা হয়েছে।

- Advertisement -

হ্যামিল্টন শহরের সেন্ট জোসেফ হেলথ্কেয়ার পরিচালনাধীন ল্যাবরেটরি হ্যামিল্টন হেলথ্ সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ১৬ জন পরীক্ষার্থীর ফলাফল ‘পজিটিভ’ বা ধনাত্মক হলেও বাস্তবে ছিল ‘নেগেটিভ’ বা ঋণাত্মক।

এ সকল করোনা পরীক্ষার্থীর পরীক্ষা সংক্রান্ত নমুনা সংগৃহীত হয়েছে গত ডিসেম্বর মাসের ৩০ ও ৩১ তারিখে অন্টারিও প্রদেশের বার্লিংটন ও হ্যামিল্টন এলাকা থেকে।

হ্যামিল্টন জনস্বাস্থ্যের বক্তব্য হচ্ছে, ওই ত্রুটিপূর্ণ ফলাফলটি দৈনন্দিন তালিকাভুক্ত, যা প্রকৃত তথ্যের হেরফের ঘটিয়েছে এবং সে অনুযায়ী সংশোধন করা হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.