বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
5.9 C
Toronto

Latest Posts

বর্জ্যরে ডিপো বন্ধ করল টরন্টো

- Advertisement -

পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে কোভিড-১৯ এর সংক্রমণ বাড়তে থাকায় নাগরিকদের বর্জ্য ফেলার ডিপোগুলো বন্ধ করে দিয়েছে টরন্টো সিটি কর্তৃপক্ষ। গত শুক্রবার থেকে এগুলো বন্ধ রাখার কথা বলা হয় সিটি কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

- Advertisement -

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরীর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের মধ্যে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বাড়ছে। এসব কর্মী ও নাগরিকদের সুরক্ষা দিতে ও আরও সংক্রমণ যাতে না হয় সেজন্য ড্রপ-অফ ডিপোগুলো শুক্রবার থেকে বন্ধ থাকবে। তবে বাণিজ্যিক গ্রাহকরা অন্টারিওর জারি করা স্টে-অ্যাট-হোম আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত ডিপোগুলো ব্যবহার করতে পারবেন।

কর্মীদের মধ্যে সংক্রমণ হ্রাসে এ আদেশ জারি করা হলেও ঠিক কতজন কর্মী এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন সে ব্যাপারে স্পষ্ট করে কিছু উল্লেখ করান হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে। নগর কর্তৃপক্ষের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সেবার গ্রাহকসংখ্যা প্রায় ৮ লাখ ৭০ হাজার। বিভাগটির অধীনে আছে চারটি সংগ্রহ ইয়ার্ড, একটি সংরক্ষণ আয়ার্ড, সাতটি হস্তান্তর স্টেশন, গৃহস্থালীর বিষাক্ত বর্জ্যরে জন্য ছয়টি ডিপো এবং দুটি জৈব প্রক্রিয়াকরণ অবকাঠামো। করোনাভাইরাসের সংক্রমণ হ্রাসে বর্জ্য ফেলার সময় সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

টরন্টো সিটি কর্তৃপক্ষ বাসিন্দাদের ধারাবাহিকভাবে টিস্যু, ন্যাপকিন, পেপার টাওয়েল, ওয়াইপ, মাস্ক ও গ্লাবসের মতো ব্যক্তিগত হাইজিন/স্যানিটারি পণ্য ব্যাগে ভরে গার্বেজে নিষ্কাশনের আহ্বান জানিয়ে আসছে। তবে ডায়াপার গ্রিন বিনে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.