শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
2.2 C
Toronto

Latest Posts

তিন সপ্তাহেই পুলিশের কাছে এক হাজার কল

- Advertisement -

গত তিন সপ্তাহে ইনডোর ও আউটডোরে বড় জমায়েতের অন্তত এক হাজার কল পেয়ে ব্যবস্থা নিয়েছে টরন্টো পুলিশ। প্রদেশজুড়ে স্টে-অ্যাট-হোম আদেশ বলবৎ থাকার মধ্যেই জমায়েতের এসব ঘটনা ঘটে।

- Advertisement -

বড় জমায়েতের বিরুদ্ধে গত ২২ এপ্রিল ১৬টি এনফোর্সমেন্ট টিমের কার্যক্রম শুরু করেছে টরন্টো পুলিশ। ৮ এপ্রিল থেকে চলমান স্টে-অ্যাট-হোম আদেশের আওতায় এ ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

স্টাফ সুপারিন্টেন্ডেন্ট র‌্যান্ডি কার্টার শুক্রবার এক বিবৃতিতে বলেন, আমাদের টিমগুলো প্রতি সপ্তাহে ৩০০ এর বেশি কলের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। জমায়েত না করার ব্যাপারে বারংবার আহ্বান সত্ত্বেও এ ধরনের ঘটনা কমার আভাষ দেখা যাচ্ছে না এবং এটা দুঃখজনক।

স্টে-অ্যাট-হোম আদেশ কার্যকর থাকলেও জনগণ বা যানবাহন যত্রতত্র থামানোর অনুমতি দেওয়া হয়নি পুলিশকে। তবে বাড়ির মধ্যে উচ্চস্বরে কোনো পার্টি চলার বিশ^াসযোগ্য প্রমাণ থাকলে পুলিশ কর্মকর্তারা সংশ্লিষ্ট বাড়ির অন্দরে প্রবেশ করতে পারেন। বিধিভঙ্গের প্রমাণ পেলে কর্মকর্তারা সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের নামে টিকিট ইস্যুর পাশাপাশি সমন জারি করতে পারেন।

কার্টার বলেন, আপনি যদি কোথাও জমায়েতের জন্য বের হন এবং পুলিশেল সামনে পড়েন তাহলে দুজনের মধ্যে একজন সম্ভবত এজন্য টিকিট পাবেন। নিয়মগুলো চালু করাই হয়েছে তা পরিপালনের জন্য এবং সবাই যাতে আইন মেনে চলেন সেটা নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা আমরা করছি।

টিমগুলোর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কর্মকর্তারা ১ হাজার ১৭টি ফৌজদারি অপরাধেল অভিযোগ এনেছেন। এছাড়া ৭ থেকে ১৩ মে পর্যন্ত ৪০০টির বেশি টিকিট ইস্যু করা হয়েছে। এ সপ্তাহে ডান্ডাস ও বেভারলি স্ট্রিট এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে বড় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। ওই ঘটনায় ২৪টি অভিযোগ দায়েরের পাশাপাশি ১৩ হাজার ডলার মূল্যমানের অ্যালকোহল জব্দ করা হয়েছে।

কার্টার বলেন, এ সপ্তাহেই আবহাওয়া কিছুটা উষ্ণ থাকবে। জনগণের প্রতি আমার আহ্বান থাকবে, বন্ধু ও পরিজনদের সঙ্গে মিলিত হওয়ার ঝুঁকি এই সময়ে নেবেন না। সারা সপ্তাহ জুড়েই আমাদের টিম এ ব্যাপারে তৎপর থাকবে এবং বিধি ভঙ্গ হলে ৭৫০ ডলার পর্যন্ত জরিমানা গুনতে হবে।

জমায়েতের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত সব ধরনের জমায়েত এড়িয়ে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। বড় কোনো জমায়েত দেখলে পুলিশকে তা জানানোর আহ্বানও জনগণের প্রতি রাখা হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.