শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
8.4 C
Toronto

Latest Posts

সিপিপিআইবির রেকর্ড প্রবৃদ্ধি

- Advertisement -

বিনিয়োগ থেকে সাম্প্রতিক অর্থবছরে রেকর্ড আয় পেয়েছে কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড (সিপিপিআইবি)। দ্য কানাডিয়ান প্রেসের প্রতিবেদন অনুযায়ী, সিপিপিআইবির সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭২০ কোটি ডলারে।

- Advertisement -

বিনিয়োগ ব্যবস্থাপকরা বলছেন, ৩১ মার্চ সমাপ্ত ২০২১ অর্থবছরে সব খরচের ২০ দশমিক ৪ শতাংশ আয় হয়েছে তহবিলের। তহবিলটি চালুর পর এটাই সর্বোচ্চ আয়। ২০২০ অর্থবছরে এর পরিমাণ ছিল যেখানে ৩ দশমিক ১ শতাংশ এবং সে সময় এর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছিল ৪০ হাজার ৭৩০ কোটি ডলার।

সিপিপিআইবির প্রধান নির্বাহী কর্মকর্থা জন গ্রাহাম বলেন, ২০২১ অর্থবছরে তহবিলটি ব্যতিক্রমীভাবে ভালো করেছে। ২০২০ অর্থবছরে বৈশি^ক ইকুইটি বাজারের অস্বাভাবিক পতনের পর এর ঘুরে দাঁড়ানোর সুফল কাজে লাগিয়েছে তহবিলটি।

গ্রাহাম এর আগে সিপিপি ইনভেস্টমেন্টের ক্রেডিট ইনভেস্টমেন্ট বিভাগের বৈশি^ক প্রধানের দায়িত্বে ছিলেন। গত ফেব্রুয়ারিতে প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক মাকিনের স্থলাভিষিক্ত হন তিনি। ভ্যাকসিন নিতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা কর্মীদের কাছে ফাঁস করার পর বিতর্কের মুখে পদত্যাগ করেন মাকিন।

সিপিপি বলছে, ৩১ মার্চ সমাপ্ত গত ১২ মাসে ছয়টি বিভাগের সবগুলোই ইতিবাচক পারফর্মেন্স করেছে। তবে কিছু বিভাগের আয়ের চেয়ে বৈদেশিক মুদ্রার বিনিময় বাবদ লোকসান বেশি হয়ে গেছে। মার্কিন ডলারের তুলনায় কানাডিয়ান ডলার শক্তিশালী হওয়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সিপিপি ইনভেস্টমন্টে কানাডা পেনশন প্ল্যানের একটি স্বতন্ত্র তহবিল ব্যবস্থাপক। কুইবেক বাদে কানাডার অধিকাংশ অঞ্চলের কর্মীরা এই পরিকল্পনার আওতায় আছেন। কুইবেকের নিজস্ব পরিকল্পনা রয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.