শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
7.8 C
Toronto

Latest Posts

পিল রিজিয়নের কিছু বাসিন্দার মডার্নার ভ্যাকসিনে অনাগ্রহ

- Advertisement -
ভ্যাকসিন নেননি পিল রিজিয়নের বেশ কিছু বাসিন্দা…ছবি/পিল রিজিয়ন

প্রথম ডোজ হিসেবে যে ভ্যাকসিন নিয়েছেন দ্বিতীয় ডোজ হিসেবে অন্য ভ্যাকসিন দেওয়া হবে এমন কথা জানতে পেরে ভ্যাকসিন নেননি পিল রিজিয়নের বেশ কিছু বাসিন্দা। এ অবস্থায় দ্বিতীয় ডোজ হিসেবে যত দ্রুত সম্ভব যেকোনো একটি ভ্যাকসিন নিতে বাসিন্দাদের আহ্বান জানিয়েছেন পিল রিজিয়নের জনস্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার লরেন্স লোহ।

ফাইজারের ভ্যাকসিনের সরবরাহ পেতে দেরি হওয়ায় টরন্টো ও পিল রিজিয়ন এ সপ্তাহে মডার্নার ভ্যাকসিন প্রয়োগের দিকে মনোযোগ দিতে হয়েছে। ফাইজারের ভ্যাকসিনের সীমিত যে সরবরাহ তা ১২ ও তার বেশি বয়সী শিশুদের জন্য রেখে দেওয়া হয়েছে।

- Advertisement -

ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন (এনএসিএ) জোর দিয়ে বলেছে, ফাইজার ও মডার্না দুটোই এমআরএনএ ভ্যাকসিন এবং এগুলোর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। তারপরও অনেকেই দ্বিতীয় ডোজ হিসেবে মডার্নার ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়েছেন বলে খবর এসেছে। এ অবস্থায় ফাইজারের ভ্যাকসিনের সরবরাহে ধীর গতি দেখা দিলে পর্যাপ্ত মডার্নার ভ্যাকসিন থাকার পরও ভবিষ্যতে ভ্যাকসিনেশন কার্যক্রম কোন দিকে যায় তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ সপ্তাহেই মডার্নার কাছ থেকে ২৮ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার প্রত্যাশা করছে কানাডা।

পিল রিজিয়নের জনস্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. লরেন্স লোহ বলেন, দ্বিতীয় ডোজের জন্য অ্যাপয়েন্টমেন্ট অনেকেই মডার্নার ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং ভ্যাকসিন ক্লিনিক থেকে বেরিয়ে এসেছেন। আপনাদের যে ভ্যাকসিনই দেওয়া হোক দয়া করে নিয়ে নিন।

সিটি কর্তৃপক্ষ পরিচালিত ক্লিনিকগুলো এতোদিন প্রধানত ফাইজারের ভ্যাকসিনই দিয়ে আসছিল। বর্তমানে মডার্নার ভ্যাকসিনের সরবরাহ বাড়ায় উভয় ভ্যাকসিনই ব্যাপক হারে প্রয়োগ করতে চাইছে সিটি কর্তৃপক্ষ।

ভ্যাকসিন মিশ্রণের প্রয়োজনীয়তা তুলে ধরে ডা. লোহ বলেন, জুলাইয়ে ফাইজারের ভ্যাকসিনের সরবরাহ আরও কমবে বলে ধারণা করা হচ্ছে। আপনারা যারা কোনো একটি ভ্যাকসিনের আশায় আরেকটি ভ্যাকসিন নিতে অস্বীকৃত জানাচ্ছেন, তাদের জানা উচিত যে, এর মধ্য দিয়ে তারা তাদের পরিবারকে আংশিক অরক্ষিত রাখছেন আমাদের অর্থনৈতিক কর্মকা- উন্মুক্তকরণ প্রক্রিয়াকে পিছিয়ে দিচ্ছেন। আমাদের ভ্যাকসিনের সরবরাহ বাড়লেও সেটা অসীম নয়। আমাদের যা আছে তাই দিয়েই আমাদের কমিউনিটিকে সুরক্ষিত রাখতে হবে। ফাইজারের আগের মজুদ আমাদের প্রথম ডোজ প্রয়োগের লক্ষ্যমাত্রা পূরণে সহায়তা করেছে। মডার্নার ভ্যাকসিনের সরবরাহ বর্তমানে দ্রুত বাড়ছে এবং এটা দিয়ে আমাদের দ্বিতীয় ডোজের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। সেটার জন্য আমি আপনাদের বলবো, এমআরএনএ তো এমআরএনএ-ই।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.