বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
5.9 C
Toronto

Latest Posts

কানাডায় মডার্নার ভ্যাকসিন প্ল্যান্ট

- Advertisement -

মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না কানাডায় এমআরএনএ ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট স্তাপন করবে। কানাডা সরকারের সঙ্গে এ নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তারা। মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যান্সেল ও উদ্ভাবনী মন্ত্রী ফ্রাসোয়াঁ-ফিলিপে শ্যাম্পেইনের মধ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। কানাডায় এমআরএনএ ভ্যাকসিন উৎপাদনের ব্যাপারে অটোয়া যে চেষ্টা চলাচ্ছে তা বাস্তবায়নে গত তিন মাসে এটা দ্বিতীয় বড় ধরনের চুক্তি।

- Advertisement -

অন্টারিওর মিসিসোগার রেজিলিয়েন্স টেকনোলজিসকে গত মে মাসে ১৯ কোটি ৯০ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন শ্যাম্পেইন। এ অর্থ প্রতি বছর ৬৪ কোটি ডডোজ এমআরএনএ ভ্যাকসিন উৎপাদনের জন্য সক্ষমতা সম্প্রসারণে যে পরিমাণ বিনিয়োগের প্রয়োজন হবে তার অর্ধেক।

শ্যাম্পেইনের একজন মুখপাত্র দ্য কানাডিয়ান প্রেসকে বলেন, নতুন ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণে ফেডারেল সরকার কি পরিমাণ অর্থায়ন করবে তা নিয়ে মডার্নার সঙ্গে আলোচনা এখনও চালিয়ে যাচ্ছে অটোয়া। কোথায় এবং কখন প্ল্যান্টটি নির্মাণ করা হবে আলোচনা চলছে তা নিয়েও। অটোয়া আগামী সাত বছরে বায়োটেকনোলজি নিয়ে গবেষণা ও বাণিজ্যিক উৎপাদনের জন্য যখন ২২০ কোটি ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দেয় তখন বেশ কয়েকটি লাইফ সায়েন্সেস কোম্পানি আগ্রহ দেখায়। প্রতিশ্রুত অর্থের অর্ধেকই অটোয়া সেইসব কোম্পানির পেছনে ব্যয় করবে যারা তাদের সক্ষমতা বাড়াতে অথবা কানাডায় নতুন প্ল্যান্ট নির্মাণ করবে।

এমআরএনএ ভ্যাকসিন ও থেরাপিউটিকস নিয়ে গবেষণা ও উৎপাদনের জন্য ১১ বছর আগেই বিনিয়োগ করেছে মডার্না। কোভিড-১৯ ভ্যাকসিন হচ্ছে বিশ^ব্যাপী ব্যবহারের অনুমতি পাওয়া তাদের প্রথম পণ্য।

বিপুল চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানোটা নতুন কোম্পানিটির জন্য সমস্যার। তাই সুইজারল্যান্ড ও নিউ হ্যাম্পশায়ারে ভ্যাকসিনের কাঁচামাল উৎপাদনে সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি লোঞ্জার সঙ্গে অংশীদারিত্ব চুক্তি সম্পাদন করে মডার্না। ভ্যাকসিন উৎপাদন চূড়ান্তকরণ এবং তা শিশিতে ভরার কাজটি করছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের একাধিক কোম্পানি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.