
কানাডার ফেডারেল নির্বাচনে টানা তৃতীয়বারের জন্য জয় লাভ করায় বিচেস ইষ্ট-ইয়র্কের নব-নির্বাচিত এমপি ন্যাথানিয়েল আরস্কিন-স্মিথকে টরন্টো ঢাকা ক্লাব এবং ইসলামিক সেন্টার এন্ড কম্যুনিটি সার্ভিস অব কানাডা এর পক্ষ থেকে গত ২৩ অক্টোবর স্থানীয় ৯ ডজ রোডের লিজিয়ন হলে গণ সংবর্ধনা দেয়া হয়।
এই সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশী কম্যুনিটির অনেকেই উপস্থিত ছিলেন। টরন্টো ঢাকা ক্লাবের সভাপতি খোকন আব্বাসের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন সর্বজনাব সৈয়দ সামছুল আলম, মাহমুদা খান, সাকিল চৌধুরী, এহসানুল হক, কফিলউদ্দিন পারভেজ, রাশেদ বাবু, আব্দুল কালাম, নাজমূল জাহাঙ্গির, রেজাউল তালুকদার এবং বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব ড. মাহফুজুল হক।
সভার শুরুতেই এমপি ন্যাথানিয়েল আরস্কিন-স্মিথকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের আয়োজকরা। এমপি ন্যাথানিয়েল আরস্কিন-স্মিথ তার বক্তব্যে কানাডা-বাংলাদেশ সম্পর্ক, কানাডার বর্তমান সরকারের নীতিমালা, বাংলাদেশী কম্যুনিটির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি আগামীতে বাংলাদেশ সফরের জন্য আশা প্রকাশ করেন।