
গত ৩০ অক্টোবর স্কারবোরোর ১১২ হার্ডিং ব্লোভার্ডে শরিয়া সম্মতভাবে পরিচালিত ‘প্রজেক্ট আমানাহ-১’ এর শুভ উদ্বোধন করা হয়। শেয়ার হোল্ডারদের মাঝে শেয়ার সার্টিফিকেট বিতরণ করা হয়। দোয়া মাহফিলের মাধ্যমে এই প্রজেক্টের যাত্রা শুর হয়।
ডিরেক্টরদের মধ্যে এম এন হুদা মজুমদার, মিসবাহ আহমেদ, জোবাইদা খাতুন, রুহুল আমিন, মনজুর এলাহী উপস্থিত ছিলেন। তারা জানান, শরীয়া সম্মতভাবে সুদবিহীন ব্যবসা পরিচালনার জন্যে তাদের এই উদ্যোগ। ইতিমধ্যে তারা প্রায় ১.৫ মিলিয়ন ডলার ফান্ড সংগ্রহ করেছেন এবং প্রথম প্রজেক্টটি শুরু করেছেন। তারা মূলত: রিয়েল এস্টেট সেক্টরে বিনিয়োগ করবেন।
রিনোভেশন এবং রিবিল্ড করে সরাসরি সেল করবেন। উদ্যোক্তারা জানান, ভবিষ্যতে আরও নতুন প্রজেক্ট নিয়ে তারা কাজ শুরু করবেন। আগ্রহীরা আরও বিস্তারিত জানতে ও বিনিয়োগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন-৬৪৭-৯৫৬-৫৮৬৮, ৬৪৭-৪৭২-১৩০৪, ৪১৬-৮৩২-০৩৮৫, ৪১৬-৮৯৭-০৯৭৫, ৪১৬-৮৩৩-১৯৪২ নম্বরে ।