শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
9.5 C
Toronto

Latest Posts

কানাডার অর্থনীতিকে শক্তিশালী করছে জীবাশ্ম জ্বালানি

- Advertisement -
বক্তব্য রাখছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যখন স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছেন, ঠিক সেই সময় দেশে কানাডার অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়তা করছে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা অর্থাৎ জীবাশ্ম জ¦ালানি শিল্প। এ মাসের গোড়ার দিকে ফেডারেল সরকারের এক প্রতিবেদনের তথ্যমতে, আগস্টে টানা তৃতীয় মাসের মতো কানাডার উদ্বৃত্ত ছিল ১৯৪ কোটি ডলার। জুলাইয়ের তুলনায় সংখ্যাটি দ্বিগুন এবং এটি সম্ভব হয়েছে মূলত জ¦ালানি রপ্তানির ওপর ভর করে।

দশমিক ৮ শতাংশ বেড়ে আগস্টে জ¦ালানি রপ্তানি হয়েছে মোট ৫ হাজার ৪৪০ কোটি ডলারের। এই নিয়ে টানা তৃতীয় মাস জ¦ালানির রপ্তানি বাড়লো। এছাড়া আগস্টে জ¦ালানি পণ্যের রপ্তানি ৫ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছেছে। ২০১৪ সালের মার্চের পর এটাই জ¦ালানি পণ্যের সর্বোচ্চ রপ্তানি। এ সময় সবচেয়ে বেশি বেড়েছে অপরিশোধিত জ¦ালানি তেলের রপ্তানি, ২ দশমিক ১ শতাংশ। এ নিয়ে অপরিশোধিত জ¦ালানি তেলের রপ্তানি বাড়লো টানা চতুর্থ মাসের মতো। এছাড়া আগস্টে কয়লার রপ্তানি বেড়েছে ৪২ দশমিক ৯ শতাংশ। আর প্রাকৃতিক গ্যাসের রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। এপ্রিলের পর থেকে প্রতি মাসেই জ¦ালানি পণ্যটির রপ্তানি বাড়ছে।

- Advertisement -

তবে এতে বিস্মিত হওয়ার কিছু নেই। কারণ গত বছর বাণিজ্যে ব্যাপক পতনের পর সারা বিশ^ এখন কোভিড-১৯ মহামারি থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে থাকায় জীবাশ্ম জ¦ালানির জন্য হন্যে হয়ে আছে। কানাডায় এর সবই আছে উদ্বৃত্ত।

কানাডা বিশে^ চতুর্থ বৃহৎ জ¦ালানি তেল উৎপাদনকারী ও তৃতীয় বৃহৎ রপ্তানিকারক দেশ। প্রাকৃতিক গ্যাসের চতুর্থ বৃহৎ উৎপাদক ও ষষ্ঠ বৃহৎ রপ্তানিকারক দেশও কানাডা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.