সোমবার, মে ২০, ২০২৪
17.5 C
Toronto

Latest Posts

গাড়ি চুরি থামাতে ফেব্রুয়ারিতে সম্মেলন

- Advertisement -
জননিরাপত্তামন্ত্রী ডমিনিক লাব্লাঁ ২০ জানুয়ারি গাড়ি-চুরির বিরুদ্ধে যুদ্ধের এই জাতীয় সম্মেলনের ঘোষণা দেন। ফেডারেল মন্ত্রিসভা মন্ট্রিয়লে তিনদিনের রিট্রিটের জন্য বৈঠক শুরু করার মধ্যে এই ঘোষণা দিলেন তিনি

কানাডার অধিকাংশ বড় শহরে গাড়ি-চুরি বৃদ্ধি কমিয়ে আনার উপায় খুঁজতে ফেব্রুয়ারিতে রাজনৈতিক নেতা, পুলিশ, বর্ডার এজেন্ট এবং গাড়ি শিল্পের নির্বাহীদের ডাকা হয়েছে। জননিরাপত্তামন্ত্রী ডমিনিক লাব্লাঁ ২০ জানুয়ারি গাড়ি-চুরির বিরুদ্ধে যুদ্ধের এই জাতীয় সম্মেলনের ঘোষণা দেন। ফেডারেল মন্ত্রিসভা মন্ট্রিয়লে তিনদিনের রিট্রিটের জন্য বৈঠক শুরু করার মধ্যে এই ঘোষণা দিলেন তিনি।

কানাডাজুড়ে গাড়ি-চুরি বড় সমস্যা হয়ে দেখা দেওয়ায় এই ঘোষণা দেওয়া হয়েছে। ড্রাইভওয়ে ও স্ট্রিট বর্ণার থেকে থেকে গাড়ি লাপাত্তা হয়ে যাওয়ার ঘটনা বাড়ছে।

- Advertisement -

কুইবেকে ২০২২ সালে গাড়ি-চুরি ৫০ শতাংশ বেড়েছে, যা অন্টারিওর প্রায় সমান। আটলান্টিক কানাডায় গাড়ি-চুরি বেড়েছে ৩৫ শতাংশ। একই বছর কেবল টরন্টোতেই চুরি গেছে ৯ হাজার ৬০০ গাড়ি, ২০১৫ সালের তুলনায় যা ৩০০ শতাংশ বেশি।

লাব্লাঁ বলেন, শুধু যে পার্ক করা গাড়িই চুরি যাচ্ছে তা নয়। অনেক সময় চালক হুইলের পেছনে থাকা অবস্থাতেও গাড়ি চুরি হচ্ছে। আমাদের যেটা ভাবাচ্ছে তা হলো এটা ক্রমেই সহিংস অপরাধে রূপ নিচ্ছে। যেখানে গাড়ি-চুরি সময় লোকজনের ওপর হামলা চালানো হচ্ছে। সুতরাং অংশীজনদের সঙ্গে এ নিয়ে কাজ করা এবং এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের এটা একটা সময়। কারণ, কানাডার সব অংশে এটা ক্রমেই উদ্বেগের কারণ হয়ে উঠছে।

টরন্টো-এরিয়া পুলিশ সার্ভিস জানিয়েছে, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে কারজ্যাকিং ১০৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

লাব্লাঁ বলেন, সম্প্রতি অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন এবং অন্টারিও এই সম্মেলনে অংশ নিচ্ছে।

সরকার বলছে, সংঘবদ্ধ চক্র গাড়ি চুরি করছে এবং চুরি করা এসব গাড়ি মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় পাঠাতে সংগঠিত অপরাধী চক্রের সঙ্গে কাজ করছে। অথবা এগুলো নষ্ট করে ফেলার আগে অপরাধমূলক কর্মকা-ে ব্যবহারের জন্য কানাডার অভ্যন্তরেই ব্যবহার করা হচ্ছে।

৮ ফেব্রুয়ারি এই সম্মেলনে দিন ধার্য করা হয়েছে। মিউনিসিপাল ও প্রাদেশিক পুলিশ বাহিনী, আরসিএমপি, কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি এবং অটো কোম্পানিগুলো সম্মেলনে অংশ নেবে। সম্মেলনের উদ্দেশ্য হলো এই সমস্যার স্বল্প ও দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.