সোমবার, মে ২০, ২০২৪
24 C
Toronto

Latest Posts

টিকিটমাস্টার প্রতারণা!

- Advertisement -
গুগলে টিকিটমাস্টার যোগাযোগের তথ্য খোঁজার ব্যাপারে অন্যদের সতর্ক করে দিয়েছেন অন্টারিওর এক নারী।

গুগলে টিকিটমাস্টার যোগাযোগের তথ্য খোঁজার ব্যাপারে অন্যদের সতর্ক করে দিয়েছেন অন্টারিওর এক নারী। প্রতারণার শিকার হয়ে ৬০০ ডলার খোয়ানোর পর সবাইকে এ ব্যাপারে সতর্ক করেছেন তিনি।

তার ছেলেকে বড়দিনের উপহার হিসেবে টরন্টোর স্কশিয়াব্যাংক এরিনায় ট্রাভিস স্কটের কনসার্টে এক জোড়া টিকিট উপহার দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু কনসার্টের আগের দিন টিকিটমাস্টার অ্যাপ থেকে তার টিকিট হাওয়া হয়ে যায়। এ ঘটনায় প্রতারিত নারী ট্র্যাসি মেন্ডেজ টিকিটমাস্টারের প্রতিনিধির সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন। এরপর তিনি টিকিটমাস্টার কানাডা কন্টাক্ট ফোন নাম্বার লিখে সার্চ ইঞ্জিনে অনুসন্ধান করেন। এবং তালিকার শীর্ষে থাকা একটি নাম্বারে ফোন দেন।

- Advertisement -

অন্টারিওর হুইটবির বাসিন্দা সিটিভি নিউজ টরন্টোকে বলেন, জেমস নামে এক ব্যক্তি টিকিটমাস্টার থেকে ফোনের উত্তর দেন। পদ্ধতিগত ত্রুটির কারণে আমার টিকিট প্রোফাইল থেকে সরে গেছে বলে তিনি জানান।
ভুয়া ওই প্রতিনিধি বলেন, আপনাকে অর্থ ফেরত দেওয়া হবে এবং এরপর পুনরায় আপনার নামে টিকিট ইস্যু করা হগবে। যদিও তারা ফোনে ক্রেডিট কার্ডে অর্থ ফেরত দিতে পারেনি। এর পরিবর্তে মেন্ডেজকে ৬০০ ডলার মূল্যের টিকিটমাস্টার অথবা অ্যাপল গিফট কার্ড কিনতে বলা হয়। এরপর তারা তাকে টিকিটের অর্থ ফেরত দেবে এবং এরপর তার অ্যাপল ওয়ালেটে টিকিট দেখা যাবে।

প্রতারক তাকে বলে, নতুন টিকিটের ওপর ছাড়ের পাশাপাশি তিনি একটি ড্রিংক ভাউচার পাবেন। গিফট কার্ড পাওয়ার পর মেন্ডেজ যাতে ফোন করেন সেজন্য তাকে একটি নাম্বার দেওয়া হয়।

এ পর্যন্ত সবকিছুই ঠিকমতোই হচ্ছিল। কিন্তু কনসার্টের দিন সকালে তিনি দেখেন তার টিকিট তখনও আসেনি। এরপর মেন্ডেজ জেমসকে ফোন করলে স্বয়ংক্রিয় উত্তর আসে, আপনি টিকিটমাস্টারে ফোন করেছেন। সবগুলো লাইন এখন ব্যস্ত। অনুগ্রহ করে অপেক্ষা করুন। আরেকবার ফোন করলে এক ব্যক্তি ধরে সেটি জেমসকে দিচ্ছেন বলে জানান। এরপর লাইনটি বিচ্ছিন্ন হয়ে যায়।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.