সোমবার, মে ২০, ২০২৪
17.5 C
Toronto

Latest Posts

টরন্টো এই শীতে পরিস্কার আকাশ পেয়েছে মাত্র ৩০ দিন

- Advertisement -
টরন্টোতে এ বছরের শীতটা স্বাভাবিক নয়

টরন্টোতে এ বছরের শীতটা স্বাভাবিক নয়। অনেকটা ভ্যানকুভারের মতো শীত। যেখানে দিনের বেলায় স্বাভাবিকের চেয়ে বেশি মেঘাচ্ছন্ন থাকে আকাশ। জ্যেষ্ঠ একজন আবহাওয়াবিদ এমনটাই জানিয়েছেন।
এনভায়রনমেন্ট কানাডার ডেভিড ফিলিপস সিটিভি নিউজ টরন্টোকে ১৪ জানুয়ারি দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এই শীতে এখন পর্যন্ত টরন্টোর আকাশ ১৯০ থেকে ২০০ ঘণ্টা পরিস্কার ছিল। আমরা মেঘমুক্ত আকাশ পেয়েছি ৩০ দিন। পরিস্থিতি এমন যে সূর্য উঁকিই দিচ্ছে না। এটা অনেকটা ভ্যানকুভারের মতো শীত।
ফিলিপস বলেন, টরন্টোতে রৌদ্রোজ্জ্বল আকাশ শীত বয়ে আনে। আমার স্ত্রী প্রায় সময়ই বলে থাকেন, শীতে কি উষ্ণ ও রোদের দিন পাব না? না, এটা সম্ভব নয়। আপনি হয় রৌদ্রোজ্জ্বল এবং ঠান্ডা অথবা মেঘলা অথবা মৃদু শীত পাবেন।

ফিলিপস বলেন, প্রেইরি অঞ্চলে বর্তমানে ভয়াবহ ঠান্ডা চলছে। কিছু অঞ্চলে তাপমাত্রা মাইনাস ৫৫ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে গেছে। পরিস্কার ও রৌদ্রোজ্জ্বল আকাশ সত্ত্বেও হিম শীতল বাতাস বইছে। রৌদ্রোজ্জ্বল আকাশে শীত কেমন হতে পারে এটা তারই উদাহরণ।

- Advertisement -

কিন্তু টরন্টোতে শীতকালে সাধারণত যে ধরনের ঠান্ডা থাকে এবার তার চেয়ে উষ্ণ। ফিলিপস বলেন, ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি ছিল। জানুয়ারিতেও এই ধারা অব্যাহত রয়েছে। আমার মনে হয় ১৪ জানুয়ারি ছিল মাইলফলক দিন। কারণ, এই শীতে সম্ভবত এটাই সবচেয়ে শীতল দিন। প্রথমবারের মতো আমরা মাইনাস ১৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অনুভব করতে যাচ্ছি।

ফিলিপস বলেন, সর্বোচ্চ সংখ্যক মেঘলা দিনের পাশাপাশি টরন্টো এই মৌসুমে অনেক বেশি বৃষ্টি ও কুয়াশা দেখতে যাচ্ছে। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারির এখন পর্যন্ত আমরা ২৮ দিন বৃষ্টি পেয়েছি।

এই সময়ে টরন্টো কুয়াশা দেখেছে প্রায় ২০ দিন। নগরীতে এই সময়ে সাধারণত পাঁচদিনের মতো কুয়াশা থাকে। তবে সারাদিন কুয়াশা ছিল নাকি এক ঘণ্টার মতো এনভায়রনমেন্ট কানাডা সেটা নির্ধারণ করতে পারেনি বলে জানান ফিলিপস।

ফিলিপস বলেন, সামনের সপ্তাহ হবে টরন্টোর জন্য সবচেয়ে শীতল মৌসুমি আবহাওয়া। ওই সময় প্রতিটি ঘণ্টার তাপমাত্রাই থাকবে হিমাঙ্কের নিচে। ১৪ জানুয়ারি শুরু হয়ে ২০ জানুয়ারি পর্যন্ত এই আবহাওয়া থাকবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.