রবিবার, মে ১৯, ২০২৪
13.2 C
Toronto

Latest Posts

দ্বিতীয় সর্বোচ্চ ক্রোধের অঞ্চল অন্টারিও

- Advertisement -
কানাডার দ্বিতীয় সর্বোচ্চ ক্রোধের অঞ্চল হিসেবে বিবেচিত হয়েছে অন্টারিও

কানাডার দ্বিতীয় সর্বোচ্চ ক্রোধের অঞ্চল হিসেবে বিবেচিত হয়েছে অন্টারিও। থিং ট্যাংক ও কানাডিয়ান রিসার্চ ইনসাইটস কাউন্সিলের স্বীকৃত প্রতিষ্ঠান পোলারা পরিচালিত নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। ২৩ নভেম্বর গবেষণাটি প্রকাশ করে তারা।

গবেষণার তথ্য অনুযায়ী, আবাসন, মূল্যস্ফীতি ও রাজনীতির মতো বিষয়গুলো ৬০ শতাংশ অন্টারিওবাসীর মধ্যে ক্রোধ ও বিরক্তি সৃষ্টি করছে। এ হার সবচেয়ে বেশি আলবার্টায় ৬৩ শতাংশ। এ হিসাবে, অন্টারিও রয়েছে দ্বিতীয় স্থানে।

- Advertisement -

অন্য যেসব প্রদেশে বিরক্ত কানাডিয়ানের হার বেশি সেগুলোর মধ্যে রয়েছে ম্যানিটোবা ও সাস্কেচুয়ান। এই দুই অঞ্চলে ক্রুদ্ধ মানুষের হার ৫৭ শতাংশ। আটলান্টিক কানাডায় এ হার ৫৮ শতাংশ।
রেজ ইনডেক্স শীর্ষক ওই প্রতিবেদনে সরকার, অর্থনীতি ও বিদ্যমান ঘটনাবলীর ব্যাপারে কানাডিয়ানদের মনোভাব জানার চেষ্টা করা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল-গাজা সহিংসতায় প্রায় অর্ধেক কানাডিয়ান ক্ষুব্ধ। এ ছাড়া দুর্ঘটনাক্রমে নাৎসি জার্মানির হয়ে যুদ্ধ করা অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে কানাডিয়ান সংসদের সম্মান জানানোয় বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন ৭০ শতাংশ উত্তরদাতা। ভারতীয় শিখ আন্দোলনকর্মীর হত্যাকা-ে ভারতের সম্পৃক্ততা নিয়ে ট্রুডো সরকারের ঘোষণা বিরক্তি বা ক্ষোভ প্রকাশ করেছেন ৫০ শতাংশ কানাডিয়ান।

তবে সরকারের প্রতি সার্বিক ক্ষোভ সেপ্টেম্বরের তুলনায় কমে এসেছে। ফেডারেল সরকারের ওপর খুবই ক্ষুব্ধ বলে মত দিয়েছেন ২০ শতাংশ উত্তরদাতা। নিজ নিজ প্রদেশের সরকারের ব্যাপারেও একই মনোভাব ব্যক্ত করেছেন ১৮ শতাংশ উত্তরদাতা।

আর যেসব বিষয় নিয়ে কানাডিয়ানরা ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন তার মধ্যে রয়েছে ব্যক্তিগত আর্থিক অবস্থা, কানাডায় যে ধরনের পরিবর্তন হচ্ছে এবং সাম্প্রতিক খবরগুলো। ছয়টি বিষয় অর্থাৎ ফেডারেল সরকার, তাদের প্রাদেশিক সরকার, কানাডার অর্থনীতি, ব্যক্তিগত আর্থিক অবস্থা, কানাডায় চলমান পরিবর্তনসমূহ এবং সংবাদমাধ্যমের সাম্প্রতিক খবর নিয়ে খুবই ক্ষুব্ধ কানাডিয়ানদের হারে বড় কোনো পরিবর্তন আসেনি। এই ছয়টি বিষয়ে ক্ষুব্ধ ও বিরক্ত কানাডিয়ানদের হার মাত্র এক শতাংশ বেড়েছে।

অর্থনীতি নিয়ে সবচেয়ে বেশি হতাশা ব্যক্ত করেছে তরুণ কানাডিয়ান অর্থাৎ ১৮ থেকে ৩৪ বছর বয়সীরা। অর্থনীতি নিয়ে এই বয়সী ৬৮ শতাংশ কানাডিয়ান হতাশা প্রকাশ করেছেন। ব্যক্তি আর্থিক অবস্থা নিয়ে হতাশঅ ব্যক্ত করেছেন এই বয়সী ৪৭ শতাংশ কানাডিয়ান।

গবেষণার অংশ হিসেবে ২০২৩ রসালের ৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত তিন হাজারের বেশি কানাডিয়ানের মনোভাব বিশ্লেষণ করা হয়। এরপর প্রাপ্ত উপাত্তের সঙ্গে পূর্ববর্তী গবেষণার উপাত্ত তুলনা করা হয়। অন্টারিওর মোট ৮৭৯ জন এই গবেষণায় অংশ নেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.