রবিবার, মে ১৯, ২০২৪
15 C
Toronto

Latest Posts

রিনোভেশন স্ক্যাম!

- Advertisement -
বাড়ি সংস্কারের নামে প্রতারণার ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথা জানিয়েছে টরন্টো পুলিশ

বাড়ি সংস্কারের নামে প্রতারণার ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথা জানিয়েছে টরন্টো পুলিশ। এসব ঘটনায় বাড়ির মালিককে চাপ দিয়ে ঠিকাদার নিয়োগে বাধ্য করা হয়। কিন্তু বাড়ির সংস্কার আর শেষ হয় না। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রতারণার এসব ঘটনা সংঘটিত হয়।

টরন্টো পুলিশের তথ্য অনুযায়ী, সন্দেহভাজনরা বাড়ি বাড়ি গিয়ে বাড়ি সংস্কারের প্রস্তাব দিতেন। রুফিং ও ম্যাসোনরি কাজ পেতে তারা প্রতারণামূলক কৌশল ব্যবহার করতেন। সংস্কার বাবদ ভুক্তভোগীরা সন্দেহভাজনদের অর্থও পরিশোধ করতেন। কিন্তু সংস্কার আর শেষ হতো না। এমনকি যে কাজটুকু হতো সেটাও বাড়ি ক্ষতিগ্রস্ত করে।
পুলিশ জানিয়েছে, মিসিসোগার দুই ব্যক্তি বর্তমানে তদন্তের অংশ হিসেবে অভিযোগের মুখে রয়েছেন।একাধিক অভিযোগে এর আগে ৫৩ বছর বয়সী উইলিয়াম কুইলিগান ও ৪৩ বছর বয়সী ডারমন্ট কুইলিগানকে গ্রেপ্তার করে পুলিশ। এ সপ্তাহের গোড়ার দিকে এই দুই ব্যক্তিকে জনসমক্ষে আনার কথা ছিল।

- Advertisement -

পুলিশ বলেছে, উপযাচক হয়ে যারা বাড়ি সংস্কারের প্রস্তাব নিয়ে ঘরে ঘরে যায় তাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য লোকজনকে আহ্বান জানাচ্ছে। বিশেষ করে তাদের ব্যাপারে যারা চাপ প্রয়োগের কৌশল অবলম্বন করে এবং অগ্রীম নগদ অর্থ দাবি করেন।

ঠিকাদারদের সঙ্গে হুট করে চুক্তিতে না গিয়ে গবেষণা করার জন্য লোকজনের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। এরপর স্বনামধন্য কোনো কোম্পানির সঙ্গে লিখিত চুক্তির পরামর্শ দেওয়া হয়েছে।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.