
আসন্ন ফেডারেল বাজেটে কর কমানোর পাশাপাশি ব্যয়ের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া উচিত বলে জানিয়েছেন কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর। সেই সঙ্গে নতুন বাড়ি নির্মাণও সহজ করা প্রয়োজন বলে মনে করেন তিনি। বর্তমান অর্থনৈতিক দুর্ভোগের জন্য লিবারেলদের দায়ী করে রোববার এই মন্তব্য করেন পয়লিয়েভর।
পয়লিভের তার দলের বাজেট অগ্রাধিকার কেমন হবে সে সম্পর্কে ধারণা দেন। আগামী ২৮ মার্চ পার্লামেন্টে নতুন বাজেট পেশ করা হবে। টোরি নেতা উচ্চ মূল্যস্ফীতি এবং কানাডিয়ানদের খাদ্য ও বাসস্থানকে মহার্ঘ্য করে তোলার জন্য প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে দোষারোপ করেন। বৈশি^ক প্রবণতা হিসেবে কানাডাতেও উচ্চ মূল্যস্ফীতি সহনীয় করতে ব্যাংক অব কানাডা সুদের হার বৃদ্ধির ওপর নির্ভর করার কারণে অর্থনীতিতে শ্লথতা তৈরি হয়েছে এবং মন্দার সম্ভাবনাও দেখা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পয়লিয়েভর এই সমালোচনা করলেন।
অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সম্প্রতি জোর দিয়ে বলেন, মূল্যস্ফীতির আগুনে ঘি ঢালা থেকে বিরত থাকতে বাজেট আটোসাটো করছে সরকার।
তারপরও কানাডার সবুজ অর্থনীতির দিকে যাত্রা এবং যুক্তরাষ্ট্রের পরিচ্ছন্ন জ¦ালানির সঙ্গে প্রতিযোগিতার লক্ষ্যে নতুন কিছু পদক্ষেপ বাজেটে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া স্বাস্থ্য খাতেও কয়েকশ কোটি ডলার নতুন ব্যয় অন্তর্ভুক্ত করা হতে পারে বাজেটে। প্রদেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে এই অর্থ দেওয়া হবে।
পয়লিয়েভর বলেন, এমন বাজেট আমরা চাই যা কানাডাকে সেইসব মানুষের জন্য কাজ করতে বাধ্য করবে, যারা নিজেদের কাজটা করে।