
লং-টার্ম কেয়ার হোম পরিদর্শকের সংখ্যা দ্বিগুন করার কথা জানিয়েছে অন্টারিও সরকার। তারা বলছে, ১৯৩ জন লং-টার্ম কেয়ার কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের মধ্যে ১৫৬ জন পরিদর্শক। তিন বছরে ৭ কোটি ২৩ লাখ ডলার বিনিয়োগের যে পরিকল্পনা তার অংশ হিসেবে এই নিয়োগ দেওয়া হচ্ছে।
লং-টার্ম কেয়ার বিষয়ক মন্ত্রী পল ক্যালান্ড্রা বলেন, নতুন এই নিয়োগ প্রদেশের পরিদর্শন সক্ষমতা শক্তিশালী করবে। ২০২১ সালের শেষ দিকে আইন প্রয়োগ শক্তিশালী করতে সরকার যে পরিবর্তন এনেছে সেজন্যও এটা প্রয়োজন।
নিরপেক্ষ এক প্রতিবেদনের ভিত্তিতে এই পরিবর্তন আনা হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, লং-টার্ম কেয়ার হোমে সরকারের পুরনো পরিদর্শন পদ্ধতি ও ধারাবাহিক তহবিল স্বল্পতা কোভিড-১৯ মহামারির সময় এই বিপর্যয়ের কারণ।
সরকার বলছে, বাড়তি এই কর্মীর ফলে প্রদেশ এখন অন্টারিওর প্রতি দুইটি হোমের বিপরীতে একজন করে পরিদর্শকের ব্যবস্থা করতে পারবে।
এ মাসের গোড়ার দিকে সরকারের তরফ থেকে বলা হয়েছিল, প্রত্যেক আবাসিক কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে ব্যর্থতার জন্য জরিমানার পরিমাণ বাড়ানো হবে।