বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
19 C
Toronto

Latest Posts

গণপরিবহনে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা ট্রুডোর

- Advertisement -

কানাডার মিউনিসিপ্যালিটির গণপরিবহন ব্যবস্থায় ১৪ দশমিক ৯ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগামী আট বছরে এ অর্থ বিনিয়োগ করা হবে। তবে বিনিয়োগের বড় অংশ পেতে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

- Advertisement -

কোভিড-১৯ মহামারির ধাক্কা থেকে অর্থনীতিকে ফিরিয়ে আনতে ফেডারেল সরকারের এ অর্থ মিউনিসিপ্যালিটিগুলোকে বিশেষভাবে সহায়তা করবে বলে মনে করছেন টরন্টোর মেয়র জন টরি।

ঘোষিত তহবিল থেকে টরন্টো কী পরিমাণ অর্থ পাবে সেটি এখনও পরিস্কার নয়। তবে সিটির গণপরিবহন নেটওয়ার্কের ওপর উল্লেখযোগ্য মাত্রায় প্রভাব ফেলার জন্য তা যথেষ্টই হবে বলে জানান টরন্টো মেয়র। তিনি বলেন, আমার বিশ^াস ঘোষিত তহবিলের ন্যায্য অংশই টরন্টো পাবে এবং কোভিড-১৯ মহামারি থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য তা যথেষ্ট হবে। নগরীর গণপরিবহন ব্যবস্থা সম্প্রসারণ, যানবাহন ও অন্যান্য ব্যবস্থার আধুনিকায়ন, কর্মসংস্থান এবং সবুজ নগরী গড়ে তুলতে এ অর্থ ব্যয় করা হবে।

টরন্টোতে নতুন পরিবহন অবকাঠামো তৈরিতে ফেডারেল সরকার এরইমধ্যে দশমিক ৯ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। নতুন অর্থায়নটি হবে এর অতিরিক্ত। একে যুগান্তকারী বিনিয়োগ উল্লেখ করে জন টরি বলেন, টরন্টো ও আমাদের গণপরিবহন ব্যবস্থার জন্য এটা বিরাট খবর।

অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড এর আগে বলেছিলেন, গ্রেটার টরন্টো এরিয়াতে ২৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের যে গণপরিবহন পরিকল্পনা তার ৪০ শতাংশ ফেডারেল সরকার সরবরাহ করবে বলে আমরা আশা করছি। এ পরিকল্পনার মধ্যে আছে অন্টারিও লাইন এবং স্কারবোরো এবং ইয়ং সাবওয়ে সম্প্রসারণ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.