রবিবার, মে ৫, ২০২৪
12.6 C
Toronto

Latest Posts

মহসিন ভুঁইয়ার বারবিকিউ পার্টিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি

- Advertisement -
গত শুক্রবার স্কারবরোর ১০১ লেবোভিক এভিনিউতে কমিউনিটির জনপ্রিয় ব্যক্তিত্ব, রাজনীতিক ও ব্যবসায়ী মহসিন ভুঁইয়ার বাৎসরিক বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়

 

গত শুক্রবার স্কারবরোর ১০১ লেবোভিক এভিনিউতে কমিউনিটির জনপ্রিয় ব্যক্তিত্ব, রাজনীতিক ও ব্যবসায়ী মহসিন ভুঁইয়ার বাৎসরিক বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়। দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলমান এই পার্টিতে প্রায় হাজার মানুষের উপস্থিতি ছিল লক্ষ করার মতো। উল্লেখ করা যেতে পারে যে, প্রতি বছর কমিউনিটির সবাইকে নিয়ে সমাজকর্মী মহসিন ভুঁইয়া একটি বারবিকিউয়ের আয়োজন করে থাকেন।

- Advertisement -

টরন্টোর বাঙালি কমিউনিটির প্রিয় মুখ বিশিষ্ট সাংবাদিন মাহবুব ওসমানীর পরিচালনায় এই আয়োজনে উপস্থিত বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। এনআরবি টেলিভিশনের সিইও এবং বাংলামেইল পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু সার্বক্ষণিকভাবে এই আয়োজনে উপস্থিত ছিলেন। তাঁর বক্তব্যে তিনি উল্লেখ করেন ভবিষ্যতে স্কারবোরো সাউথ ওয়েস্টের দায়িত্ব্বশীল পদে মহসিন ভূঁইয়াকে মানুষ দেখতে চায়।

পার্টির শুরুতে মহসিন উপস্থিত অতিথিদের স্বাগত জানান।

পার্টিতে আরও বক্তব্য রাখেন কমিউনিটি একটিভিস্ট অরুণ দত্ত, রিয়েলটর গৌতম পাল, বিল্ডার শান দে, সংগঠক মিলাদ চৌধুরী, ব্যারিস্টার জয়ন্ত সিং, ব্যরিস্টার ওমর হাসান আল জাহিদ, সমাজসেবক ও ব্যবসায়ী রাসেল রহমান, ব্যারিস্টার আরিফ হোসেন, অগ্রগণ্য একাউন্টটিং ফার্মের কর্ণধার মনোজ বসাক, রিয়েলটর ফরিদা হক, ফুটবলার মামুন জোয়ার্দার, মুনিরা সুলতানা মিলি, বাংলাদেশ আসোসিয়েশনের প্রেসিডেন্ট জাকির খান প্রমুখ।

মহসিন ভুঁইয়াকে সবাই একজন সজ্জন এবং কর্মঠ মানুষ হিসেবে উল্লেখ করেন। একই সাথে তাঁরা মহসিনের প্রতি তাঁদের সমর্থন ঘোষণা করেন।

কানাডার পার্লামেন্টের শ্যাডো ইমিগ্রেশন মন্ত্রী ব্রাড রেডেকভের উপস্থিত থাকার কথা ছিল এই আয়োজনে। কিন্তু কানাডার রাজনীতিতে অনাকাঙ্খিত পরিস্থিতির উদ্ভব ঘটায় তিনি আসতে পারেন নাই। তবে তাঁর প্রতিনিধি আসেন এবং মহসিনের জন্যে তাঁর সমর্থন পাঠ করে শোনান। কনজার্ভেটিভ পার্টির আদর্শের উল্লেখ করে ব্রাড মহসিনের দৃঢ়তা ও কর্মঠতার প্রশংসা করেন। মহসিনের শক্তিশালী নেতৃত্ব দিয়ে সমাজ নির্মাণে তাঁকে সহযোগিতার আহবান জানান ব্রাড তার প্রেরিত বক্তব্যে।

শুরু থেকে শেষ অবধি কমিউনিটির দুই জনপ্রিয় সংগীতশিল্পী ক্যারী রোজারিও এবং তাসনুভা গান গেয়ে দর্শকদের মন জয় করেন।

মহসিন ভুঁইয়া আয়োজিত বারবিকিউ পার্টিতে কমিউনিটির বিশিষ্ট জনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন

কনজারভেটিভ পার্টির স্কারবোরো সাউথ ওয়েস্ট রাইডিঙের প্রেসিডেন্ট ব্রেট স্নাইডার, লেখক ও গবেষক সুব্রত কুমার দাস, কমিউনিটি একটিভিস্ট মিজানুর রহমান, ইমিগ্রেশন কনসালটেন্ট সৈয়দ আতিকুর রহমান, ফুটবলার রুমি করিম, রিয়েলটর দীপু, বাংলাপাড়া ক্লাবের মো আজিজ এবং শরিফ আলী,

বাচিকশিল্পী কামরান করিম, বিল্ডার জামাল হোসেন, নুপুর কুমার রায় প্রমুখ।

মহসিন ভুইয়াঁর ধন্যবাদ জ্ঞাপনের ভেতর দিয়ে বাৎসরিক এই বারবিকিউ পার্টি শেষ হয়। উল্লেখ করা যেতে পারে যে, মহসিন ভুইয়াঁর এই পার্টিতে স্বেচ্ছাসেবীদের বিশাল একটি দল আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.