বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
7.6 C
Toronto

Latest Posts

কুইবেকের স্কুলে মাস্ক পরিধানের দাবি

- Advertisement -
ছবি/কবি ম্যান্ডেজ

কুইবেকের স্কুলগুলোতে নতুন করে মাস্ক পরিধান বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন কোভিড-১৯ সংক্রান্ত বেশ কিছু পর্যবেক্ষক।

কোভিড-ইকোলিসের প্রতিষ্ঠাতা অলিভিয়ের ড্রুয়িন বলেন, কোভিডন-১৯ এ আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় বাধ্যতামূলক মাস্ক পরিধান নীতি ও বাতাস চলাচল বাড়াতে এয়ার পিউরিফায়ার স্থাপন সরকারের অগ্রাধিকার হওয়া উচিত। এটাই সমস্যার সমাধান।

- Advertisement -

কুইবেকের ইনস্টিটিউট ন্যাশনাল ডি সান্টে পাবলিক ডু কুইবেকের (আইএনএসপিকিউ) তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষ সপ্তাহে কোভিড-১৯ এ আক্রান্তের চারগুনে উন্নীত হয়েছে। মন্ট্রিয়ল চিলড্রেন’স হসপিটাল তাদের ধারণক্ষমতার বেশি রোগী নিয়ে কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট বিকিউ.১ তার বিস্তার চালিয়ে যাচ্ছে।

আইএনএসপিকিউ এর রোগতত্ত্ববিদ ডা. গ্যাস্টন ডি সেরেস গ্লোবাল নিউজকে বলেন, জনগণের মধ্যে এখনো বড় ধরনের সংক্রমণ ঘটছে।

গত সপ্তাহে সরকার পাঁচ সপ্তাহের বাধ্যতামূলক বিচ্ছিন্নবাসের নীতি প্রত্যাহার করে নিয়েছে। এ নিয়ে ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে কিছু রোগতত্ত্ববিদকে। জনগণকে রক্ষায় এখন স্কুলে বাধ্যতামূলক মাস্ক পরিধান ফিরিয়ে আনার কথা বলছেন কেউ কেউ। কোভিড-স্টপের ন্যান্সি ডেলাগ্রেভ গ্লোবাল নিউজকে বলেন, গত জানুয়ারি থেকে কিছু শিশু চারবারও কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।

বর্তমানে কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ আরোপের কোনো পরিকল্পনা সরকারের নেই।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.