
অস্ত্র মামলায় অভিযুক্ত ১ হাজার ১০০ জন বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। তাদের মামলা নিস্পত্তিতে বিচারকাজ চলছে। একইসঙ্গে তারা আমাদের প্রতিবেশীও।
টরন্টোর মেয়র জন টরি বলেন, এটা পরিস্কার যে, অস্ত্র মামলায় এক হাজারের বেশি মানুষ জামিনে থাকায় তাদের ওপর নজর রাখতে আইন প্রয়োগকারী সংস্থার কাজ বেড়ে গেছে।
টরন্টোর পুলিশ কনস্টেবল শন হিল্ডেব্র্যান্ড বলেন, এই ১ হাজার ১০০ জন কেবল টরন্টো ও ডারহামের বাসিন্দা।
পিল, ইয়র্ক ও হল্টন অঞ্চলে এর চেয়ে বেশি অভিযুক্ত অস্ত্র মামলায় জামিনে আছে।