বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
7.3 C
Toronto

Latest Posts

মূল্যস্ফীতির হার কমছে

- Advertisement -
ছবি/ পিগি ব্যাংক

প্রত্যাশার চেয়ে দ্রুত কমছে কানাডার মূল্যস্ফীতির হার। যদিও ব্যাংক অব কানাডা মূল্যস্ফীতির লড়াই থেকে এখনই ফিরছে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
স্ট্যাটিস্টিকস কানাডা তাদের সর্বশেষ ভোক্তা মূল্যসূচক প্রতিবেদনে জানিয়েছে, আগস্টে কানাডায় মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৭ শতাংশ। এই প্রতিবেদন প্রকাশের আগে আরবিসি আগস্টে মূল্যস্ফীতি ৭ দশমিক ২ শতাংশে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছিল।

মূল্যস্ফীতি হ্রাসে প্রধান ভূমিকা রেখেছে গ্যাসোলিনের মূল্য হ্রাস। তারপরও মুদিপণ্যের উচ্চমূল্যের পীড়ন সইতে হচ্ছে কানাডিয়ানদের। আগস্টে খাদ্যপণ্যের দাম ১৯৮১ সালের পর সবচেয়ে দ্রুত বেড়েছে। আগস্টে খাদ্যপণ্যের দাম বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৮ শতাংশ।

- Advertisement -

গ্যাসোলিনের মূল্য বাদ দিলে বার্ষিক মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৬ দশমিক ৩ শতাংশ। ২০২১ সালের জুনের পর আগস্টই একমাত্র মাস যখন গ্যাসোলিনের মূল্য বাদে সার্বিক মূল্যস্ফীতি হ্রাসের ঘটনা ঘটল। বিএমওর ব্যবস্থাপনা পরিচালক বেঞ্জামিন রেইটজেস বলেন, আমরা যেমনটা আশা করেছিলাম, তেমন মূল্যস্ফীতির তথ্যই পেয়েছি।
ডেজারডিনসের কানাডিয়ান ইকোনমিস্টের জ্যেষ্ঠ পরিচালক র‌্যানডল বার্টলেট বলেন, মূল্যস্ফীতির সাম্প্রতিক চিত্র ভালো সংবাদ। তারপরও ব্যাংক অব কানাডা আগামীতে সুদের হার বৃদ্ধি অব্যাহত রাখবে। আমরা মনে করি না যে, এই প্রতিবেদন ব্যাংক অব কানাডাকে তাদের অভিযান সমাপ্তির কাছাকাছি পৌঁছে দেবে। তবে সত্যিই এটা ভালো খবর এবং মূল্যস্ফীতি সঠিক পথে এগোচ্ছে।

ব্যাংক অব কানাডার ডেপুটি গভর্নর পল বোড্রি ইউনিভার্সিটি অব ওয়ারলুতে এক বক্তৃতায় সম্প্রতি মূল্যস্ফীতির লাগাম টানকেত গিয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রবৃদ্ধির গতি শ্লথ করে দিতে পারে বা মন্দা ডেকে আনতে পারে বলে যে উদ্বেগ দেখানো হয়েছে সে সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, ব্যাংক অব কানাডা এটা বিশ^াস করে যে, লোকজন মূল্যস্ফীতির ধারণা করে থাকে কিছুটা অতীতের মূল্যস্ফীতি ও কিছুটা কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে। ব্যাংক এখন মুদ্রানীতি বিষয়ে লোকজনের সঙ্গে কার্যকর যোগাযোগ গড়ে তুলছে, যাতে করে মূল্যস্ফীতি সম্পর্কে যে উদ্বেগ তা প্রশমিত হয়।

সেপ্টেম্বরের গোড়ার দিকে ব্যাংক অব কানাডা এর নীতি নির্ধারণী সুদের হার পঞ্চমবারের মতো বাড়িয়েছে। ৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে নীতি নির্ধারণী সুদের হার এরই মধ্যে ৩ দশমিক ২৫ শতাংশে উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক। ২৬ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংক তাদের পরবর্তী সুদের হার বৃদ্ধির ঘোষণা দিতে পারে। মূল্যস্ফীতি নির্ধারিত ২ শতাংশ লক্ষ্যের মধ্যে আনতে সুদের হার আরও বাড়ানোর দরকার হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে ব্যাংক অব কানাডা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.