
গত ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দশদিনব্যাপী সাহিত্য উৎসব টরন্টো ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব অথর্স (টিফা) ২০২২। শতাধিক কবি-লেখকের উপস্থিতিতে এই উদ্বোধন ঘোষণা করেন টিফা-র পরিচালক রোলান্দ গালিভার। আগামী ২ অক্টোবর পর্যন্ত আয়োজিতব্য এই আন্তর্জাতিক আয়োজনের তেতাল্লিশতম বছরের এবারের অনুষ্ঠানে দশজন বাঙালি লেখক-কবি অংশগ্রহণ করে বাংলা ভাষাকে পৌঁছে দেবেন অন্য ভাষার মানুষদের কাছে |
উল্লেখ করা যেতে পারে যে, বাঙালি লেখকেরা অংশ নেবেন আগামী ১ অক্টোবর শনিবার দুপুর ১২ থেকে ১টা এবং ৩.৩০ থেকে ৪.৩০ পর্যন্ত চলমান দুটি পর্বে। টরন্টো শহরের বুকে জনপ্রিয় কালচারাল সেন্টার হারভার ফ্রন্টের ওপেন স্টেজে সেদিনের অনুষ্ঠানে স্বরচিত কবিতা এবং অন্যান্য লেখা পাঠ করবেন কানাডাতে থাকা বাংলাভাষার অক্ষর শ্রমিকেরা | তাঁরা তাদের আন্তরিক প্রচেষ্টায় বাংলা ভাষা ও সাহিত্যের জয়ঘোষণা করবেন সারা বিশ্বের বিভিন্ন ভাষাভাষী অন্য কয়েকশো মানুষদের সামনে |
“ওয়ার্ল্ড ইন আদার ওয়ার্ডস: বেঙ্গলি স্টোরিজ ইন কানাডা” শিরোনামে লেখক ও গবেষক সুব্রত কুমার দাসের তত্ত্বাবধানে রুমানা চৌধুরী, ভাস্বতী ঘোষ এবং সব্যসাচী নাগ তাঁদের লেখালেখির অভিজ্ঞতার কথা বলবেন এবং নিজেদের লেখা থেকে পাঠ করবেন।
এর পর দ্বিতীয় পর্বে “ওয়ার্ল্ড ইন আদার ওয়ার্ডস: বেঙ্গলি রিডিং” এই শিরোনামের অনুষ্ঠান পর্বে আবারও সুব্রত কুমার দাসেরই সঞ্চালনায় বাংলাদেশ ও ভারতের আরও ছয়জন কানাডীয় বাঙালি লেখক আকতার হোসেন, বাদল ঘোষ, ভজন সরকার, শুজা রশীদ, শ্রেয়সী বোস দত্ত এবং দেবাঞ্জনা মুখার্জি ভৌমিক স্বরচিত বাংলা কবিতা বা রচনা এবং তার অনুবাদ পাঠ করে শোনাবেন |
এই দিনের এই অনুষ্ঠানটি প্রত্যক্ষ করার জন্য টিফা কতৃপক্ষ সবার জন্য অবারিত দ্বার রেখেছেন। উন্মুক্ত মঞ্চে কোনো টিকিট কাটার প্রয়োজন হবে না | বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে এতো দূরে বাংলাভাষার জয়গান শুনতে তাই যে কেউ উপস্থিত হয়ে আনন্দযজ্ঞে সামিল হতে পারেন যা কি না সকল অংশগ্রহণকারীকে উৎসাহ যোগাবে |