- Advertisement -

গত ৬ আগস্ট শনিবার ২৯৪১ এগলিনটন এভিনিউ ইস্টে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন অটো রিপেয়ার শপ আরবিইউ অটোতে এপ্রিসিয়েশন বারবিকিউ পার্টির আয়োজন করা হয়। দুপুর বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত বিপুল সংখ্যক ক্লায়েন্ট এই আয়োজনে উপস্থিত ছিলেন।
এনআরবি টেলিভিশনের সিইও ও বাংলামেইল সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু আরবিইউ অটোর কর্ণধার শওকত রহমান পাটোয়ারির হাতে অফিসিয়াল প্লাক তুলে দেন।
- Advertisement -
শওকত রহমান পাটোয়ারি এনআরবি টেলিভিশন ও বাংলামেইল পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- Advertisement -