
সাবেক এক পার্টনারের হাতে তিন নারীর খুন পূর্ব অন্টারিওর কমিউনিটির সদস্যদের নাড়িয়ে দিয়ে যায়। তাই ভুক্তভোগীদের জন্য কেবল শোক প্রকাশ নয়, তার চেয়েও বেশি কিছু করার অঙ্গীকার করেছে তারা।
এ ঘটনা অনুসন্ধানের সময় সাক্ষীরা জুনজুড়ে ইন্টিমেট পার্টনার সহিংতার ভয়ঙ্কর বর্ণনা দেন। সেই সঙ্গে কীভাবে এটা ক্যারল কুলেটন, আনাস্তাসিয়া কুজি ও নাথালি ওয়ারমারডামের মৃত্যু ডেকে আনে সে বর্ণনাও দেন তারা।
২০১৫ সালের ২২ সেপ্টেম্বর বাসিল বরুতস্কির হাতে ওই তিন নারী তাদের বাড়িতে খুন হন। বরুতস্কির নারীদের ওপর সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে। এছাড়া নিহত তিনজনেরই তার সঙ্গে অতীতে সম্পর্ক ছিল।
অন্টারিওর পেমব্রোক হোটেল সম্মেলনকক্ষে সাক্ষীরা যখন সাক্ষ্য দিচ্ছিলেন তখন ভিন্ন ধরনের এক দৃশ্যের অবতারণা হয়। সাক্ষ্য দেওয়া আইনজীবী পামেলা ক্রস বলেন, তারা হোটেলের একটি কক্ষ বুক করেন, যেখানে খাবার, পানি ও মানব সঙ্গের ব্যবস্থা ছিল।
কুলেটন, কুজিক ও ওয়ারমাডামের ওপর ওই ব্যক্তি নিপীড়ন চালায় এবং তারা যে ভয়ের মধ্যে আছেন একাধিক ব্যক্তিকে তা অবহিত করেন। এই ভয়ের গভীরতা সম্পর্কে বন্ধু, পরিবার অথবা ফৌজদারি বিচার ব্যবস্থার মধ্যে কাজ করা ব্যক্তিদেরকে তারা জানিয়েছিলেন।
লানার্ক কাউন্টি ইন্টারভাল হাউজ অ্যান্ড কমিউনিটি সাপোর্টের নির্বাহী পরিচালক এরিন লিও সাক্ষ দেন। শুধু তাই নয় তার কর্মীদেরও সেখানে নিয়ে আসেন। তিনি বলেন, গ্রামীণ কমিউনিটিতে ইন্টিমেট পার্টনার সহিংসতার দিকে অনুসন্ধানে মনোযোগ নিবদ্ধ করায় এটা ভালো খবর।