শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
11.1 C
Toronto

Latest Posts

মাজ্জো পরিবারের নাম বাদ দেবে না জিটিএর দুই হাসপাতাল

- Advertisement -
ফাইল ছবি

মার্কো মাজ্জো পরিবারের কাছ থেকে অনুদান পাওয়া গ্রেটার টরন্টো এরিয়ার (জিটিএ) দুই হাসপাতাল তাদের নাম বাদ দেবে না বলে জানিয়ে দিয়েছে। মার্কো মাজ্জো ২০১৫ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তিন শিশু ও তাদের গ্র্যান্ডফাদারকে হত্যা করেন।

সাত বছর আগে নিহত ওই তিন শিশুর পরিবারের ওপর নতুন করে আঘাত নেমে আসার পরিপ্রেক্ষিতে মাজ্জোর নাম মুুছে ফেলার দাবি জোরালো হয়েছে। ওই তিন শিশুর পিতা গত সোমবার মারা গেছেন।

- Advertisement -

এ ব্যাপারে একটি পিটিশন এনেছেন বারবারা-অ্যান স্মিথ নামে অন্টারিওর এক নারী। ২৪ ঘণ্টার মধ্যে তাতে ৩ হাজার মানুষ স্বাক্ষরও করেছে। বারবারা অ্যান-স্মিথ বলেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে মার্কো তিন শিশুহ পাঁচজনের মৃত্যুর জন্য দায়ী। ভবনে নাম অঙ্কিত করে তাদের পরিবারকে সম্মান দেখানো উচিত নয়।

তবে ম্যাকেঞ্জি হেলথ ও সিককিডস ফাউন্ডেশন উভয়েই সিটিভি নিউজ টরন্টোকে জানিয়েছে, তাদের হাসপাতাল থেকে মাজ্জো পরিবারের নাম বাদ দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। ম্যাকেঞ্জি হেলথের একজন মুখপাত্র মঙ্গলবার বলেন, আমাদের হাসপাতালে ম্যাকেঞ্জি পরিবারের নাম নিয়ে জনগণ যে তীব্র আবেগের বহি:প্রকাশ ঘটিয়েছেন সে ব্যাপারে আমরা অবগত আছি। আমরা তাদের উদ্বেগ গ্রহণ করছি ও সম্মান জানাচ্ছি।

যদিও তাদের ইনস্টিটিউশন থেকে মাজ্জো পরিবারের নাম মুছে ফেলার কোনো পরিকল্পনা তাদের নেই বলে তারা জানিয়ে দিয়েছে। নতুন কর্টেলুচ্চি ভন হসপিটাল নির্মাণে ডে গ্যাসপেরিস এবং মাজ্জো পরিবার ২০১৭ সালে ১ কোটি ৫০ লাখ ডলার অনুদান দেয়। এমন সময় এই অনুদান আসে যখন ২০১৫ সালের ওই দুর্ঘটনার পর মার্কো মাজ্জো জেলে ছিলেন।

নেভিল-লেক পরিবারের অকল্পনীয় বেদনার কথা স্বীকার করে সিককিডসের মুখপাত্র স্যান্দ্রা চিওভিটিট বলেন, আমাদের অপারেটিং সুটের পুনঃউন্নয়নে মাজ্জো পরিবার পরিচালিত ফাউন্ডেশন ২০০৬ সালে উপহার দিয়েছিল। এই অনুদানের স্বীকৃতি পরিবর্তনের কোনো পরিকল্পনা আমাদের নেই।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.