শনিবার, এপ্রিল ২০, ২০২৪
5.6 C
Toronto

Latest Posts

মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন অন্টারিও কানাডা কার্যনিবার্হী কমিটির আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির মহাসচিব জাহাঙ্গীর আলম

- Advertisement -
মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন অন্টারিও, কানাডার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়

গত ১৮ জুন শনিবার ২০২২ বিকাল ৬টায় টরোন্টস্থ ৩০১৮ ড্যানফোর্থ রোড দেলোয়ার খান এর অফিসে মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন অন্টারিও, কানাডার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক খান। সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুজন দেওয়ান। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব ডাঃ জাহাঙ্গীর আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনসহ-সভাপতি জয়নাল আবদিন, ডাঃ মাহবুব, দেলোয়ার হোসেন দুলাল, মোঃ মিজানুর রহমান বাদল, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, ট্রেজারার মোঃ দেলোয়ার খান, মাহাবুব শ্যামল ও আক্তার হোসেন।

সভায় সবার সম্মাতিক্রমে বিক্রমপুর সমিতি কানাডা কে আরো প্রগতিশীল করার লক্ষ্যে বিক্রমপুর এর অতি পরিচিত মুখ টরন্টোর কয়েকজন ভাই ও বোনকে কার্যকরী কমিটিতে অর্ন্তভুক্ত করা হয়, আগামী দিনে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি শক্তিশালী, প্রগতিশীল হয়ে টরন্টোবাসীর পাশে থাকবে বলে আশা করেন।

- Advertisement -

নতুন যারা যুক্ত হলেন: ১। সহ-সভাপতি: দেলোয়ার হোসেন দুলাল ২। সহ সভাপতি: ডাঃ আশরাফ ৩। সহ-সভাপতি: জাকির হোসেন ৪। সাংগঠনিক সম্পাদক: আসিকুর রহমান আসিক ৫। মহিলা সম্পাদিকা: সাবরিনা চৌধুরী।

সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ থেকে আগত মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির মহা সচিব ডাঃ জাহাঙ্গীর আলমের সহধর্মিনী জিয়াসমিন আরা। সভায় সবার সম্মতিক্রমে বার্ষিক বনভোজন ২০২২ করা হবে আগামী ২৪ জুলাই টেইলর ক্রিক পার্কের ৫ নং স্পটে। তিনশত লোক এর আয়োজন করা হবে। মহিলা সম্পাদিকা সাবরিনা চৌধুরী গানের আয়োজন করবেন (বিশেষ আর্কষণ থাকবে)।

অন্টারিও কানাডায় বসবাসকারী সকল বিক্রমপুরবাসি ও শুভাকাঙ্খীদের এই বনভোজনে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রন জানান ফারুক খান।
বাংলাদেশ থেকে আগত মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির মহাসচিব ডা. জাহাঙ্গীর আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি আজ বিশাল ব্যাপার, গর্ব করার মতো একটা সমিতি। বাংলাদেশের বাহিরেও পৃথিবীর বড় বড় শহরে আমাদের সমিতির শাখা আছে । আমরা কেন্দ্রীয় কমিটি চাই প্রবাসে আপনারা বিক্রমপুরের ঐতিহ্য তুলে ধরুন। পদ্মা সেতুতে বিক্রমপুরবাসী বিশাল অংশীদার। তিনি আরো বলেন, টরন্টো থেকে অনেকেই বিক্রমপুর কেন্দ্রীয় কমিটিতে আজীবন সম্মানিত সদস্য করা হয়েছে ফারুক খানের নেতৃত্বে। সবাইকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.