বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
3 C
Toronto

Latest Posts

চট্টগ্রাম সমিতি কানাডা ইনকের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত

- Advertisement -
চট্টগ্রাম সমিতি কানাডা কানাডা ইঙ্ক এর আহবায়ক কমিটির সভা

গত ৫ জুন রবিবার ৩১০৮ ডেনফোর্থ এভিনিউতে চট্টগ্রাম সমিতি কানাডা কানাডা ইঙ্ক এর আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৯ জুন অনুষ্ঠিতব্য সমিতির নব-নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতিমূলক এই সভায় সভাপতিত্ব করেন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ মিয়া।

সঞ্চালনায় ছিলেন সাজ্জাদ হোসেন। সবার প্রারম্ভে সদস্য সচিব মঞ্জুর চৌধুরী সূচনা বক্তব্য শেষে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়। পরে দোয়া পাঠান্তরে সকলকে নিয়ে মোহাম্মদ আমিন চৌধুরী নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করে মোনাজাত করেন। আহবায়ক তার বক্তব্যে সমিতির বিগত দিনের কর্মকাণ্ড ও চলতি বৎসরের পরবর্তী কর্মকাণ্ড সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। তিনি অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটিকে আনন্দঘন, সফল ও সার্থক ভাবে সম্পন্ন করতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। উপস্থিতদের অনেকেই তাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

- Advertisement -

আলোচনায় অংশগ্রহণ ও উপস্থিত ছিলেন মোঃ হাসান, ড. মোঃ হাসানুল আবেদীন খান, আবু জাফর নিজামী, অধ্যাপক সোহেল চৌধুরী, নাসিমা ইলিয়াছ, নাহিদ পারভীন, শাহনা, নাজমা বেগম, নাহিদ আক্তার, মোঃ কামরুল আলম চৌধুরী, মোঃ রফিকুল খান, মানস রক্ষিত, সাইফুদ্দিন আহমেদ, মোহাম্মদ আজাদ খান, এস, এম, মোস্তাফিজুর রহমান, শাহেদ তাহের, সৈয়দ মোঃ ফয়সাল, শাহা আমানত উল্লাহ রিন্টু, হারুনুর রশিদ, সালমান আরেফিন, মোঃ শোয়েব খান, মোঃ শওকত আলী, হাসান মাহমুদ, শিরিন আক্তার, মোহাম্মদ নূরুল হুদা মজুমদার, কাউসার খান, মোঃ রোকনুজ্জামান চৌধুরী, ও শাহরিয়ার চৌধুরী মিলন।

অনুষ্ঠানটিকে আনন্দঘন, সফল ও সার্থকভাবে সম্পন্ন করতে মাহাবুবুল ইসলাম চৌধুরী সাইফুলকে আহবায়ক করে ৩৭ সদস্য বিশিষ্ট অভিষেক ও ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম-আহবায়ক হলেন ১. এমদাদ হোসেন চৌধুরী ২. প্রকৌশলী সিরাজুল ইসলাম (আাহবায়ক আপ্যায়ন উপ-কমিটি) ৩. অধ্যাপক মনিরুল ইসলাম (আাহবায়ক অভ্যর্থনা উপ-কমিটি) ও সদস্য সচিব শেখ জসিম উদ্দিন। সদস্যরা হলেন ১. মোঃ হাসান ২. মোহাম্মদ আমিন চৌধুরী ৩. প্রকৌশলী তপন বড়ুয়া ৪. উজ্জ্বল চক্রবর্তী ৫. প্রকৌশলী অপূর্ব ভৌমিক ৬. নাঈমা ফেরদৌসী ৭. আহসানুল কবির লাবু ৮. আর্কিটেক্ট আসকিন সিদ্দিকী ৯, অধ্যাপক নুরুল হুদা ১০. মোঃ সেকেন্দার আলী ১১. সাজ্জাদ হোসেন (আহবায়ক সাংস্কৃতিক উপ-কমিটির) ১২. তানভি হক ১৩. সুমন কায়সার ১৪, আনোয়ার সালাম ১৫ স্বাক্ষর বড়ুয়া, ১৬. শাহেদ তাহের ১৭. মিনহাজুল আজম ১৮ মোহাম্মদ এরশাদ ১৯. মোহাম্মদ নাজিম উদ্দিন ২০. মোহাম্মদ হোসেন জুমান শামীম ২১. জেবুন্নাহার ওয়াসীম ২২. শাহানা পারভীন ২৩. শাহজাদী আক্তার ২৪. তেহজিন এমদাদ নুপুর ২৫. হাসান তারেক চৌধুরী (আহবায়ক সদস্য সংগ্রহ উপ-কমিটি) ও ২৬. মোঃ শাহজাহান

সমাপনী বক্তব্যে উপস্হিত সকলকে ধন্যবাদ জানিয়ে নৈশভোজে অংশগ্রহণ করার জন্য আহবান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.