বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
1.2 C
Toronto

Latest Posts

৩৭ যাত্রীকে ৫৯,৫০০ ডলার জরিমানা

- Advertisement -
ফাইল ছবি

মধ্য ডিসেম্বরে মন্ট্রিয়ল থেকে মেক্সিকোগামী একটি ফ্লাইটের ৩৭ জন যাত্রীকে মোট ৫৯ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ফেডারেল পরিবহন মন্ত্রী ওমর আলঘাবরা। পরিবহন মন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, ৪২টি টিকেট ইস্যু করা হয়েছে। এর মধ্যে ১৮ জনের নামে ভ্যাকসিন না নেওয়ায় ও ২৪ জনের নামে মাস্ক না পরায় টিকিট ইস্যু করা হয়েছে।

মন্ট্রিয়ল থেকে কানকুনগামী চার্টার ফ্লাইটটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। সেখানে মাস্ক না পরা যাত্রীদের গান গাইতে ও নাচতে দেখা যাচ্ছে। অনেককে সেলফি তুলতে ও ধুমপান করতেও দেখঅ গেছে। এ ঘটনায় ট্রান্সপোর্ট কানাডার তদন্ত চলমান রয়েছে এবং অধিকতর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে পরিবহন মন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে।

- Advertisement -

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সানউইং এয়ারলাইন্স ওই যাত্রীদের ফিরতি ফ্লাইট বাতিল করে। ১৫৪ যাত্রীকে কানাডায় আনতে অস্বীকৃত জানায় এয়ার কানাডা এবং এয়ার ট্রানসাটও।

এদিকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যাত্রীদের ওই গ্রুপটিকে পাশবিক ও আহাম্মক বলে বর্ণনা করেছেন। যাত্রীদের সবাই কুইবেকের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও রিয়েলিটি টেলিভিশন ব্যক্তিত্ব।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.