বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
7.2 C
Toronto

Latest Posts

৫০টির বেশি দেশে ছড়িয়েছে বিএ.২

- Advertisement -
ওমিক্রন সাবভ্যারিয়েন্টটি এখন পর্যন্ত ৫০টির বেশি দেশে ছড়িয়েছে

ওমিক্রন সাবভ্যারিয়েন্টটি এখন পর্যন্ত ৫০টির বেশি দেশে ছড়িয়েছে। যদিও বুস্টার ডোজ এর সংক্রমণ থামাতে সক্ষম হবে বলে প্রথমদিকে আশা করা হয়েছিল।

ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে যুক্তরাজ্যের বিজ্ঞানীদের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, ওমিক্রনের দুই উপপ্রজাতির মধ্যে বিএ.১ এখনও বৈশি^কভাবে আধিপত্য করছে। বিএ.২ এর সংক্রমণ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে।

- Advertisement -

যুক্তরাজ্যে দেওয়া সব ভ্যাকসিনের ফলাফল একত্র করে প্রকাশিত গবেষণার ফলাফলটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, দুই ডোজ বিএ.১ এর উপসর্গযুক্ত সংক্রমণের বিরুদ্ধে ৯ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম। আর বিএ.২ এর উপসর্গযুক্ত সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম ১৩ শতাংশ। দ্বিতীয় ডোজ গ্রহণের ২৫ বা তার বেশি সপ্তাহ পর এ সুরক্ষা দিতে সক্ষম ভ্যাকসিনগুলোতে।

তবে বুস্টার ডোজে দেওয়ার দুই সপ্তাহ পর বিএ.১ এর বিরুদ্ধে সুরক্ষা ৬৩ শতাংশ বিএ.২ এর বিরুদ্ধে সুরক্ষঅ ৭০ শতাংশে উন্নীত হওয়ার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। কানাডায় যেহেতু বিএ.২ এর সংক্রমণ বাড়ছে তাই দেশটির জন্য গবেষণার এই ফলাফলকে সুখবরই বলতে হবে।

কানাডার জনস্বাস্থ্য বিভাগের শুক্রবারের ব্রিফিংয়ে প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. তেরেসা ট্যাম বলেন, দেশের সার্বিক ওমিক্রন ঢেউ চূড়ায় পৌঁছাচ্ছে বলে মনে হচ্ছে। নভেম্বর থেকে কানাডায় বিএ.২ এ আক্রান্ত ১০০ কোভিড রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৭৭ জন শনাক্ত হয়েছেল ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরির পাশাপাশি প্রদেশ ও অঞ্চলগুলো থেকে।
যুক্তরাষ্ট্রের ২৪টি রাজ্যের পাশাপাশি ডেনমার্কেও বিএ.২ এর সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। এটি বিএ.১ এর জায়গা নিতে থাকায় ডেনমার্ক সর্বশেষ বিধিনিষেধ তুলে নেওয়া শুরু করেছে।

ড্যানিশ স্ট্যাটিস্টিকস সম্প্রতি জানিয়েছে, হাসপাতালে রোগী ভর্তির ক্ষেত্রে বিএ.১ ও বিএ.২ এর মধ্যে তেমন কোনো তফাৎ নেই। গুরুতর অসুস্থ্যতার বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। যদিও প্রারম্ভিক উপাত্ত বলেছিল, বিএ.১ এর তুলনায় বিএ.২ দেড়গুন বেশি সংক্রামক।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.