শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
2.2 C
Toronto

Latest Posts

৫ হাজার কর্মীকে ছাঁটাই সিনেপ্লেক্সের

- Advertisement -

ওমিক্রনের সংক্রমণ রোধে অন্টারিওর মুভি থিয়েটার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে কর্মহীন হয়ে পড়েছে সিনেপ্লেক্স ইনকরপোরেশনের প্রায় ৫ হাজার খ-কালীন কর্মী।

- Advertisement -

সিনেপ্লেক্সের মুখপাত্র সারাহ ভ্যান লাঞ্জ বলেন, বিধিনিষেধ প্রত্যাহার করা হলেই কানাডার বৃহত্তম মুভি চেইন তাদের কর্মীদের ফিরিয়ে আনবে।

অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড সোমবার নতুন কোভিড-১৯ সংক্রান্ত জনস্বাস্থ্য বিধিবিধান ঘোষণা করার পর প্রদেশের ৬৭টি সিনেপ্লেক্স থিয়েটারের পাশাপাশি ইনডোর কনসার্ট ভেন্যু, জাদুঘর ও গ্যালারি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বার ও রেস্তোরাঁগুলোতে ইনডোর ডাইনিং বন্ধের পাশাপাশি রাত ১০টার পর অ্যালকোহৗল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। প্রদেশের বাড়তে থাকা কোভিড-১৯ এ আক্রান্তে সংখ্যা কমিয়ে আনার পদক্ষেপ হিসেবে এসব বিধিনিষেধ অন্ততপক্ষে ২৬ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

টরন্টোভিত্তিক সিনেপ্লেক্স ইন করপোরেশন বলছে, যারা অগ্রিম টিকিট কিনেছেন তাদের টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়া হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.