শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
8.5 C
Toronto

Latest Posts

সহকর্মীর বিরুদ্ধে সাঊেশ মিসিসোগা সিটি কাউন্সিলরের মামলা

- Advertisement -
কারেন রাস

বারংবার হয়রানির অভিযোগে সাবেক মিসিসোগা সিটি কাউন্সিলর কারেন রাস সাবেক এক সহকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। একইসঙ্গে হয়রানি বন্ধে অথবা বিষাক্ত পরিবেশ সৃষ্টি বন্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় সিটি অব মিসিসোগাকেও অভিযুক্ত করেছেন সাবেক ওই কাউন্সিলর।

কর্মপরিবেশের কথা উল্লেখ করে ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কারেন রাস পদত্যাগ করেন। প্রথমবার তিনি কাউন্সিলর নির্বাচিত হন ২০১৪ সালে। এরপর ২০১৮ সালে আবারও নির্বাচিত হন। গত জানুয়ারিতে রাস তার ওয়েবসাইটে লেখেন, কর্মকর্তা ও কাউন্সিলর নির্বাচিত হওয়াটা সহজ নয়। এটা এক ধরনের পুরস্কার হলেও আমাদেরকে এমন কিছু মানুষকে নিয়ে কাজ করতে হয় তখন মনে হয়, এর কি দরকার ছিল? মাঝেমধ্যে আমাদের ব্যক্তিগত সুরক্ষা নিয়েও উদ্বেগ তৈরি হয়।
পরের দিকে জানা যায়, গত দুই বছরে সিটি হলে রাখা তার গাড়ির একাধিকবার ভাংচুর করা হয়। পরের দিকে জানা যায়, ৬ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর রন আলেক্স্যান্ডার এ ভাংচুরে ইন্ধান দিয়েছেন। ৫ জুলাই মিসিসোগার ইন্টিগ্রিটি কমিশনার রবার্ট জে. সোয়াজ দেখতে পান, স্টার ২০২১ সালের এপ্রিলে রাসের কার ভাংচুর করেন। তবে গাড়ি্িট প্রথম ভাংচুর করা হয় ২০১৯ সালের বসন্তে।

- Advertisement -

সোয়াজ তার প্রতিবেদনে বলেন, সিটি হলের গ্যারেজে পার্ক করা অবস্থায় রাসের গাড়ির সামনের বাম্পারটি একাধিকবার ভাঙা দেখা যায়। ২০২১ সালের এপ্রিল থেকে গ্যারেজের সার্ভিল্যান্স ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, স্টার তার গাড়িটি ছেড়ে রাসের কারের দিকে এগিয়ে যাচ্ছেন।

স্টারের আইনজীবী বিসেগ্লিয়া অ্যান্ড অ্যাসোসিয়েটসের আদ্রিয়ানা ডি বিয়াস সিটিভি নিউজ টরন্টোকে বলেন, মি. স্টার তার দায়িত্বকালে তার নিষ্কুলসতা বজায় রেখেছিলেন। রাসের বিবৃতিতে যেসব অভিযৈাগ করা হয়েছে তার সবই অস্বীকার করেছেন স্টার। আদালতে আমরা এসব অভিযোগের ব্যাপারে আমাদের বক্তব্য তুলে ধরবো।

টরন্টোর সুপিরিয়র কোর্ট অব জাস্টিসে অভিযোগটি দাখিল করা হয়। অভিযোগে রাসের আইনজীবী লেভিট শেখ এলএলপির ক্যাথরিন মার্শাল বলেন, হয়রানিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিতে আচরণবিধি মেনে চলতে ব্যর্থ হয়েছে সিটি কর্তৃপক্ষ। এ কারণেই তার দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছেন রাস।
মামলায় মোট ৭ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন রাস। বিশ^াসভঙ্গ, তৈতিকতা ও শাস্তিমূলক ক্ষপিূরণ হিসেবে সিটির কাছে চেয়েছেন ৫ লাখ ডলার। স্টারের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছেন ১ লাখ ডলার। সেই সঙ্গে তার অব্যাহতি নেওয়ার ক্ষপিূরণ বাবদ ১০ মাসের বেতন বা ৮৬ হাজার ৩০৩ ডলার চেয়েছেন তিনি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.