শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
1.7 C
Toronto

Latest Posts

প্রতারণার শিকার হয়ে ৭৪,২০০ ডলার ক্ষতিপূরণ

- Advertisement -
ফাইল ছবি

প্রতারণার শিকার এক ব্যক্তি মামলার প্ররিপেক্ষিতে ৭ লাখ ৪২ হাজার ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন। ব্রিটিশ কলাম্বিয়ার সুপ্রিম কোর্টের বিচারক ওয়ারেন মিলমান প্রতারণার আশ্রয় নেওয়া দম্পতি গর্ডন ও জিনিনকে ক্ষতিপূরণের এই অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছেন। বন্ধুত্বের নামে তারা ফ্রাসোয়াঁ মিলির সারজিীবনের সঞ্চয় হাতিয়ে নেন।

অভিযোগকারীর আইনজীবী সিটিভি নিউজকে বলেন, মামলাটি বিনিয়োগ প্রতারণার প্রকৃষ্ট উদাহরণ। যাতে ভুক্তভোগীকে একটি নির্দিষ্ট গ্রুপের সদস্য হিসেবে লক্ষ্যে পরিণত করা হয়েছে।

- Advertisement -

মামলার রায় অনুযায়ী, ২০০৯ সালে মিলি কেপলাসের সঙ্গে মিলিত হন। ফ্রান্স থেকে কানাডায় অভিবাসী হওয়ার কয়েক বছর পর তাদের মধ্যে সাক্ষাৎ ঘটে। কেপলাস দম্পতিকে তিনি বাবা-মা হিসেবে দেখতেন।

কেপলাস একজন অবসরপাপ্ত আইনজীবী। এ কারণেই ২০১৬ সালে আইনী পরামর্শের জন্য মিলি তার শরনাপন্ন হন। তিনি বাড়ি বিক্রি করে তা বিনিয়োগ করেন। কিন্তু জানতে পারেন যে, টিডি ব্যাংক কিছু একটা ভুল করেছে। এরপর কেপলাস মিলির হয়ে টিডি ব্যাংকের সঙ্গে আলোচনা করতে থাকেন। কয়েক মাসের আলোচনার পর ২০১৬ সালের ডিসেম্বরে কেপলাস মিলিকে তার সারাজীবনের সঞ্চয় জানালেক্স ইনভেস্টমেন্টের করপোরেট আকাউন্টে স্থানান্তরে রাজি করান। কোম্পানিটি অভিযুক্তদেরই।

আদালতের নথি অনুযায়ী, মিলির কাছে থাকা ঋণের ব্যাপারে ২০১৭ সালের জানুয়ারিতে পদক্ষেপ নেয় টিডি ব্যাংক এবং কেপলাস মিলির পক্ষে মামলা পরিচালনা করেন। কেপলাস মামলাটি ভুলভাবে পরিচালনা করেন।

২০১৯ সালের জুনে মিলি আপিল প্রত্যাহার করে টিডির অর্থ পরিশোধের সিদ্ধান্ত নেন এবং কেপলাসের কাছে তার অর্থ ফেরত চান। ঠিক এই পর্যায়ে কেপলাস দম্পতি মিলির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.