শুক্রবার, মে ১০, ২০২৪
12.2 C
Toronto

Latest Posts

মজুরির সর্বোচ্চ সীমা সংক্রান্ত আইন সাংবিধানিক অধিকারের লঙ্ঘন নয়

- Advertisement -
ফাইল ছবি

অন্টারিওর সরকারি খাতের কর্মীদের জন্য মজুরির সর্বোচ্চ সীমা সংক্রান্ত আইন সাংবিধানিক অধিকারের লঙ্ঘন নয় বলে দাবি করেছে প্রদেশ। অন্টারিওর সরকারি খাতের কর্মীদের বেতন বার্ষিক ১ শতাংশ বৃদ্ধির সীমা আরোপ করে বিল ১২৪ নামে একটি আইন ২০১৯ সালে পাস হয়। এই আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করছে সরকারি খাতের হাজারো কর্মী।

এ সংক্রান্ত মামলা সরকারি খাতের কর্মী, শিক্ষক, নার্স ও বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নগুলো শুনেছে। তাদের যুক্তি, আইনে অর্থপূর্ণ দরকষাকষির ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। সে কারণে এটা কানাডিয়ান চার্টার অব রাইটস অ্যান্ড ফ্রিডমের লঙ্ঘন।

- Advertisement -

নতুন চুক্তি নিয়ে আলোচনা চলমান থাকায় বিলের প্রভিশনগুলো তিন বছরের জন্য কার্যকর থাকবে। টোরিরা বলছে, ঘাটতি দূরীকরণে এটা সময়নিবদ্ধ পদক্ষেপ।
প্রদেশের যুক্তি, চার্টার কেবল দরকষাকষির পদ্ধতির সুরক্ষা দেয়, এর ফলাফলের নয়। সরকারি আইনজীবী জ্যাকারি গ্রিন বলেন, এটাই আইনের কাজ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.