শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
3.3 C
Toronto

Latest Posts

দিশা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

- Advertisement -
গত ৩০ ও ৩১ জুলাই প্রথমবারের মতো ডেভেলপম্যান্ট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এসোসিয়েশন ‘দিশা’ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে স্কারবোরোর করভেট জুনিয়র স্কুলের মাঠে

গত ৩০ ও ৩১ জুলাই প্রথমবারের মতো ডেভেলপম্যান্ট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এসোসিয়েশন ‘দিশা’ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে স্কারবোরোর করভেট জুনিয়র স্কুলের মাঠে। ৩১ জুলাই সন্ধ্যায় ছিলো পুরস্কার বিতরণী। কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ এই আয়োজনকে সফল করতে ফিল্ডে উপস্থিত ছিলেন। দিশার প্রেসিডেন্ট শাকিল আহমেদ বলেন, এই টুর্নামেন্ট শুধু দিশা অথবা কোনো ব্যক্তির নয়, এই টুর্নামেন্টের অর্জন আমাদের সবার। শুধু কাপ জয় আমাদের লক্ষ্য নয়, কমিউনিটি ডেভেলপমেন্টই আমাদের মূল লক্ষ্য।

আপনাদের সবার সহযোগিতা না পেলে এই টুর্নামেন্ট এতো সুন্দরভাবে সম্পূর্ণ হতো না। সবাই মিলে দেখিয়েছি যে আমরা আলাদা নই, আমরা সবাই একটা পরিবার। আমরা চাইলে খুব সুন্দরভাবে প্রতিটা টুর্নামেন্টই সম্পূর্ণ করতে পারি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সহযোগীতার হাত বাড়িয়ে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। সবসময় পাশে থাকার জন্যে ধন্যবাদ এনআরবি টিভি ও শহিদুল ইসলাম মিন্টু ভাইকে। জাকারিয়া চৌধুরী ও এমডি সোহরাব এই আয়োজনে অক্লান্ত পরিশ্রম করেছে।

- Advertisement -

এই আয়োজনের স্পন্সর ছিলেন- ব্যারিস্টার শামীম আরা, আদনান জলিল, ফরহাদ আহমেদ মিশু, মারুফ শরিফ, মোহাম্মদ আলী শাওন, মারজান আহমেদ সিদ্দিকী, মোহাম্মদ আলী, লিটন দে, আবুল আজাদ, এশিয়া ইমিগ্রেশন এন্ড এডুকেশন সার্ভিস ও বিডিএইচএস কানাডা।
ভলান্টিয়ার ছিলেন- মোহাম্মদ আশফাক, শরিফ হোসেন, নজরুল ইসলাম মারুফ, মাহিম আকরাম, জায়েদ বিন সুলতান, তন্ময় আহমেদ, আকাশ, কাজী রাউফুল শামীম ও বাপ্পি খান।

আম্পায়ার ছিলেন রুপেশ শামীম, গোলাম মোহাম্মদ আল ইমরান ও সাকিব আজাদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম মিন্টু, নওশের আলী, আজম মিয়া, মুনীরা সুলতানা মিলি, কারিমা চৌধুরী, শরিফ আলী লায়ন, নাইমা ফেরদৌসী, সাইদ আহমেদ, আসাদুন নূর, মিলাদ চৌধুরী, মাহবুব চৌধুরী রনি, মহসিন ভুইয়া, সারওয়ার চৌধুরী, তানবীর কোহিনূর ও মাসুদ করিম।

ফুড সরবরাহ করেন মমস কিচেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.